Home Blog Page 1665

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

0

কিশোরগঞ্জের মিঠামইনে তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন তিনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়ি কামালপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন ও সেখানে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই সময় অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন। সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে ওই দিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারের ফাঁদ এড়িয়ে যাচ্ছে বিএনপি: খন্দকার মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখানোর পাশাপাশি হামলা চালিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু সরকারের ফাঁদে পা না দিয়ে তারা তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি চ্যানেলের মাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি দেয়া থেকে বিরত থাকবে তারা।’

তিনি বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপির আন্দোলনে ভীত হয়ে আবোল-তাবোল বকছে ক্ষমতাসীনরা।

রাজপথ বিএনপির দখলে আছে দাবি করে তিনি আরও বলেন, জনগণ ক্ষতিগ্রস্ত তাই আমরা রাস্তায় নেমেছি। আর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে লোক হাসাচ্ছে। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেয়া তাদের অসহায়ত্বেরই প্রমাণ। তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলেই এসব করছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক

0

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তার আমলের অনিয়ম, দুর্নীতির অনুসন্ধান চলছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুদক আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি জানান। এর আগে গতকাল ১৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

দুদক আইনজীবী বলেন, গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে অ্যাডভোকেট একরামুল হক টুটুল এ নিয়ে রিট করেন। রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

তিনি আরও বলেন, রিটের অনুলিপি পেয়েছি; দুদক চেয়ারম্যানসহ রিটে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মেয়র জাহাঙ্গীরের দুর্নীতি নিয়ে সম্প্রতি এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

0

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত নিহত হয়েছে। তারা হাম্বার কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। ফলে এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। গাড়িতে আগুন ধরে যায়।

কানাডার অনটারিও প্রভিন্সিয়াল পুলিশের সার্জেন্ট কেরি স্মিত বলেন, গাড়ির পেছনের আসনে যারা ছিলেন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। সামনে চালকের পাশের আসনে থাকা নারীকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো আমাদের কর্তব্য : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। এখানে দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের জন্য এই সম্মানের ব্যবস্থা আমরা করেছি। ১৯৭১ সালে যারা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে বিজয় এনেছে, তাদেরকে সম্মান দেখানো আমাদের কর্তব্য বলে মনে করি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে অংশগ্রহণ করেন এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা মারা গেলে তারা যেন সম্মান পায় সেই ব্যবস্থা করেছি। জাতির পিতা যেমন তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, নির্যাতিত মা-বোনদের জন্য একটা কোটা সিস্টেমের ব্যবস্থা করেছিলেন, আমরা সরকারে আসার পর শুধু মুক্তিযোদ্ধা না, তাদের সন্তান ও বংশ পরম্পরায় যারা আসবে তারাও যেন প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার প্রায় সেই ব্যবস্থা করে দিয়েছি।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি। ন্যূনতম ভাতা এখন ২০ হাজার টাকা করেছি। তাছাড়া অনেকের ঘর নেই, বাড়ি নেই, মানবেতর জীবন-যাপন করছে; এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করবে বা রিকশা চালাবে অত্যন্ত আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতায় তখন এটা হতে পারে না। সেজন্য আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ঘর-বাড়ি তৈরি করেছি, জীবন-জীবিকার ব্যবস্থা এবং তাদের জন্য বৈশাখী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দিয়েছি।

পাঁচ হাজার মুক্তিযোদ্ধাকে বীর নিবাস হস্তান্তর করা হয়। এ বছর ৩০ হাজার বীর নিবাস তৈরি করে দেওয়া হবে জানিয়েছেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করবে ইউক্রেন: আমেরিকা

0

আগামী মাসে রাশিয়ার ওপর ইউক্রেনের প্রত্যাশিত হামলা শুরু হতে পারে বলে জানিয়েছে আমেরিকা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান লয়েড অস্টিন এ তথ্য জানান।

তিনি বলেন, ইউক্রেন এখন যুদ্ধে নিজেদের গতি বাড়াতে চায়। যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যা তাদের নিয়ন্ত্রণে থাকে। ফলে রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ট্যাংক, গোলাবারুদ দ্রুত পাঠাতে কঠোর পরিশ্রম করছে ওয়াশিংটন এবং তাদের মিত্ররা।

তিনি আরও বলেন, আমরা আশা করি, তারা আগামী বসন্তের কোনো একসময়ে হামলা চালাবে।

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

0

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ বুলগেরিয়া ও সার্বিয়ায় এর আঘাত অনুভূত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ ভূমিকম্পটি হয়। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

উল্লেখ্য, ১৯৭৭ সালে রোমানিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ৫৭০ জন মারা যায় এবং ১১ হাজারের বেশি লোক আহত হয়।

মিশরে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

0

মিশরে ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এর আগের বছরের তুলনায় বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের তুলনায় ২০২২ সালে ৫৩৮টি বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইজিপ্টিয়ান ফ্রন্ট ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, এই ৫৩৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ২৮ টি ছিল রাজনৈতিক মামলার ও ৫১০টি ছিল ফৌজদারি মামলার।

সংস্থাটি আরও জানায়, আসামীদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের উপর গুরুতর নির্যাতন করা হয়।

২০২১ সালে চীন ও ইরানের পরে মিশর ছিল ৩য় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

ফিলিস্তিনিদের ৪টি বাড়ি ভেঙে দিয়েছে ইসরাইল

0

ফিলিস্তিনিদের ৪টি বাড়ি ভেঙে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের একর শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইসরাইলি সেনাদের গুড়িয়ে দেওয়া বাড়িগুলোতে নাজমি আবু ইশ, নাবিল আবু ইশ ও আহমেদ আবু ইশের পরিবারসহ ২০ জন ফিলিস্তিনি বসবাস করত। এ বাড়িগুলো অবৈধ ইসরাইল রাষ্ট্র গঠনের আগেই নির্মিত হয়েছিল। অথচ বাড়িগুলি তৈরির জন্য বাসিন্দারা ইসরাইলের কাছ থেকে ‘অনুমতি’ নেয়নি -এ কারণেই বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করছে ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেরেক শোলে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালের গণভবনে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোলে। আজই তিনি ঢাকা ছাড়বেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।