Home Blog Page 1666

প্রচুর লাশ চায় বিএনপি: শামীম ওসমান

0

বিএনপির নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নারায়ণগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তারা (বিএনপি) প্রচুর লাশ চায়। সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক কিংবা বিএনপির লাশ হোক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, নানা অপকর্ম করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে বিএনপি। বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগলিক সীমান্ত খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগকে আমি নাম দিয়েছি ‘আম্মা গ্রুপ’। যারা এতদিন সিনিয়র লিডার এবং বেগম খালেদা জিয়াকে বেইজ করে রাজনীতি করেছেন। আরেকটা গ্রুপ লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার্স।

সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমার মনে হয় আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন হতে হবে। তারা যে প্ল্যান করছে, সেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। ইতোমধ্যে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হবে যেগুলো ঘটলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র মনে হবে।

বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে মোদি সরকারের অভিযান

0

ভারতের দিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কর কর্মকর্তারা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে বিবিসির ওই দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এ অভিযান চালানো হলো। গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা ওপর তথ্যচিত্র প্রকাশ করেছিলো বিবিসি।

অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন কর কর্মকর্তারা। এ ঘটনায় দিল্লির সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। তাছাড়া ভবনটিতে যাতে কেউ প্রবেশ করতে বা সেখান থেকে কেউ যাতে বের না হতে পারেন, সেজন্য বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর কর্মকর্তা জানান, তারা বিবিসির ব্যবসায়িক কার্যকমের কাগজপত্র খুঁজেছেন। মূলত করফাঁকির অভিযোগে বিবিসি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। তবে বিবিসির এক কর্মকর্তা এএফপিকে বলেন, কর কর্মকর্তারা তাদের সব টেলিফোন ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন।

এদিকে তল্লাশির এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। দলটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলা হয়, প্রথমে বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা হলো। এখন বিবিসি কার্যালয়ে অভিযান চালালো আয়কর বিভাগ। এটি মূলত একটি অঘোষিত জরুরি অবস্থা।

কংগ্রেসের প্রভাবশালী নেতা জয়রাম রমেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘বিনাশকালে বুদ্ধি নাশ’। কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। তার দাবি, আদানিসহ বিভিন্ন ইস্যুতে কার্যত কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের স্বরূপ প্রকাশ করে ফেলেছে। সেটা নিয়ে বেশকিছু গণমাধ্যম খবর প্রকাশ করার কারণে কেন্দ্রীয় সরকারের রোষানলে পড়েছে তারা। ‌

চলতি বছরের ১৭ জানুয়ারি বিবিসি- ২ নামের চ্যানেল ‘ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন’ শীর্ষক তথ্যচিত্রটি সম্প্রচার করা হয়। সেখানে ২০০২ সালে গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা চলাকালে মোদীর ভূমিকা তুলে ধরা হয়।

ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে এরই মধ্যে তথ্যচিত্রটির লিংক শেয়ার করা ভিডিও ও টুইট ব্লক করেছে। যদিও এখনো ওই তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি, তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ ডেঙ্গু রোগী

0

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ১০ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাতজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।

আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রস্তুতি নিচ্ছে জাপা: জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, আমরা বিশ্বাস করি, নিজস্ব একটি দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ মানুষই দেশের মালিক হবে। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে কারা কীভাবে দেশ চালাবে। যদি ঠিকমতো দেশ না চলে তাহলে দেশের মানুষ আবার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবেন।

তিনি বলেন, দেশের সম্পদ লুট করে যারা হাজার কোটি টাকার মালিক, তাদের পাশে দাঁড়ায় সরকার। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আমলাতন্ত্রের যোগসাজশে কিছু ব্যবসায়ী নামধারী লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে। কোনো ব্যবসা নেই, কিন্তু হাজার-কোটি টাকা আয় করছেন তারা। যারা দেশের মানুষের সম্পদ লুট করছেন তাদের জন্যই সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, দেশে লুটপাটের রাজনীতি সৃষ্টি হয়েছে। যে যতো লুটপাট করতে পারবে, সে ততো সম্মানিত ব্যক্তি। যে যতো বড় লুটেরা সে ততো দেশপ্রেমিক হিসেবে গলায় মালা নিয়ে ঘুরবে। দুঃখের বিষয় হচ্ছে যারা দেশের জন্য ভালো কাজ করতে চাচ্ছেন, তারা যোগ্য সম্মান পাচ্ছেন না।

মাওলানা আশরাফ আলী শিকদার রহ. এর স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রিটেন শাখার সাবেক সভাপতি শাইখুল হাদীস মাওলানা আশরাফ আলী শিকদার রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে মাওলানা আশরাফ আলী সিকদার রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি তার আলোচনায় বলেন, উম্মাহ দরদী এই রাহবার নিজের কর্মময় জীবনে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি আমাদের জন্য তৈরি করে গেছেন আকবির উলামায়ে কেরাম ও দেওয়াবন্দী ধারার অসীম ফুয়ুজ ও বরকতের ধারা। তাঁর মৃত্যুতে উম্মাহ’র অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

প্রধান অতিথি হিসেবে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী তার বক্তব্যে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তবে ৩ টি আমল বন্ধ হয় না, ১. সদকায়ে জারিয়া, ২. এমন ইলম-যার দ্বারা উপকৃত হওয়া যায়, ৩. এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। মাওলানা আশরাফ আলী শিকদার রহ. এই তিনটা আমল আমাদের মাঝে রেখে গেছেন। তিনি ব্রিটেনের খতমে নবুওয়ত এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমৃত্যু নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। তিনি দেশে-বিদেশে অনেক মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নেক সন্তান হিসেবে ছেলেদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছেন। তার কর্মময় জীবনে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে শিক্ষা ও ইসলামি চিন্তা-চেতনার আদর্শ।

এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ আলী শিকদার রহ. এর ছেলে ব্যারিষ্টার মুফতী নুরুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, তাহাফফুজে খতমে নবুওয়ত এর সহ সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মাহবুবুল হক কাসেমি, মাওলানা ইউনুস ঢালি, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ : বিস্ফোরক মন্তব্য শীর্ষ ইহুদি ধর্মগুরুর

0

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার লোকের নিহত হওয়াকে ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধান ধর্মগুরু রাবি সফেদ শমুয়েল ইলিয়াহু।

ইহুদিবাদী এ শীর্ষস্থানীয় রাবির সাথে ইসরাইলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ওলাম কাতানে প্রকাশিত একটি নিবন্ধে এ রাবি ভূমিকম্পকে মিশরীয় বাহিনীর ডুবে যাওয়ার সাথে তুলনা করেন।

তিনি তুরস্ক ও সিরিয়ার বিধ্বস্ত জনগোষ্ঠীকে নীল নদের ফেরাউনের সাথে মিলিয়ে বলেন, “বিশাল ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যার মাধ্যমে ঈশ্বর আমাদের চারপাশের সমস্ত জাতিদের বিচার করছেন। এরা আমাদের ভূমিতে বহুবার আক্রমণ করতে চেয়েছিল ও আমাদের সমুদ্রে ফেলে দিতে চেয়েছিল।”

সূত্র : টিটিওআই

মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ; ভাইরাল পান ব্যবসায়ী

0

গত শুক্রবার ভৈরবের মানিকদী পূরানগাও এলাকার পান ব্যবসায়ী মুহাম্মাদ ফয়েজ মিয়ার বাড়ি থেকে ২টি মোবাইল ফোন চুরি হয়েছে। আর এই ঘটনায় মুহাম্মাদ ফয়েজ মিয়া মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করে এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) চোরকে গালিগালাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়।

পান ব্যবসায়ী মুহাম্মাদ ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা।

গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া জানান, ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

মানিক চাঁন আরও বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।

ফয়েজ মিয়া বলেন, আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।

পুলিশের সহায়তা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে পারছি না। খুব ঝামেলায় আছি।

সম্পর্ক বৃদ্ধি ও জোরদারের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

0

ইরানের শিয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চীন সফরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রায় দুই দশক পর ইরানের কোনো নেতার প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট ৩ দিনের জন্য এ সফরে যাচ্ছেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেন, “এই সফরে উভয় দেশের সম্পর্ক বৃদ্ধি ও জোরদার করার লক্ষ্যে আলোচনা হবে।”

রাইসির ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি বলেছেন, দুই দেশের মধ্যে ‘বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা’ এই সফরের মূল লক্ষ্য।

উল্লেখ্য; ২০২১ সালের ২৭ মার্চ তেহরান ও বেইজিংয়ের মধ্যে ৪০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছে সৌদি ও রাশিয়া

0

সৌদি আরব ও রাশিয়ার মধ্যেকার সম্পর্কের একটি বড় অগ্রগতি প্রকাশিত হয়েছে যা ইঙ্গিত করছে এই সম্পর্কগুলি সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা প্রসারিত করার জন্য তীব্রভাবে কাজ করছে।

সৌদি আরবে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কোজলভ রাশিয়ার সংবাদ সংস্থাকে এ বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, “নিয়মিত দ্বিপাক্ষিক যোগাযোগ দ্বারা এটি প্রমাণিত হয় যে এই এলাকায় প্রাসঙ্গিক বিভিন্ন কাজ সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা অন্যতম।”

যদিও তিনি এটি স্বীকার করেছেন যে বিভিন্ন বিরোধ ও জটিলতা সত্ত্বেও সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শিল্পর ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে।

এর পূর্বে অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের সাথে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার গতিশীল উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য; আরব উপসাগরীয় দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক বিভিন্ন স্তরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য বিনিময়, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

তুরস্কে তিন হাজার প্যাডিং জ্যাকেট পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

0

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের নাগরিকদের জন্য তিন হাজার প্যাডিং জ্যাকেট পাঠাচ্ছে ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর পরিচালনাধীন আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে সেগুলো পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এই সেবা সংস্থাটি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে এই কথা জানান।

শায়খ আহমাদুল্লাহ জানান, তুরস্কে ভূমিকম্পে দুর্গতদের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের তিন হাজার প্যাডিং জ্যাকেট পাঠানোর প্রস্তুতি চলছে। আজ রাতেই তুরস্ক দূতাবাস হয়ে সরাসরি এয়ারপোর্টে পৌঁছে যাবে জ্যাকেটভর্তি কাভার্ডভ্যান।

তিনি জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধ্যানুযায়ী (তুর্কি দূতাবাসের মাধ্যমে) তুরস্কে ত্রাণসামগ্রী পাঠাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ঢাকাস্থ তুর্কি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের চাহিদা অনুযায়ী প্যাডিং জ্যাকেট পাঠানো হবে ইনশাআল্লাহ।