বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

প্রচুর লাশ চায় বিএনপি: শামীম ওসমান

spot_imgspot_img

বিএনপির নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নারায়ণগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তারা (বিএনপি) প্রচুর লাশ চায়। সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক কিংবা বিএনপির লাশ হোক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, নানা অপকর্ম করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে বিএনপি। বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগলিক সীমান্ত খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগকে আমি নাম দিয়েছি ‘আম্মা গ্রুপ’। যারা এতদিন সিনিয়র লিডার এবং বেগম খালেদা জিয়াকে বেইজ করে রাজনীতি করেছেন। আরেকটা গ্রুপ লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার্স।

সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমার মনে হয় আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন হতে হবে। তারা যে প্ল্যান করছে, সেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। ইতোমধ্যে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হবে যেগুলো ঘটলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র মনে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img