Home Blog Page 1669

উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে কোস্টগার্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রে অভিভাবকত্ব প্রতিষ্ঠার মাধ্যমে উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে বাংলাদেশ কোস্টগার্ডের (বিসিজি) প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলা নগরে কোস্টগার্ড সদরদপ্তরে বিসিজি’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিসিজি ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বাহিনীর (বিসিজি) মূলমন্ত্র হলো ‘সমুদ্রের অভিভাবক’ যার অর্থ উপকূলবাসীর প্রকৃত বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। প্রধানমন্ত্রী অনেক অপরাধমূলক কাজ বন্ধ করে উপকূলের নিরীহ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে কোস্টগার্ড সসদ্যদের ব্যাপক প্রশংসা করেন।

তিনি বলেন, সরকার তথ্যপ্রযুক্তি জ্ঞানসহ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তরে কাজ করে যাচ্ছে। আমরা চাই আধুনিক তথ্য-প্রযুক্তির জ্ঞানসহ কোস্টগার্ড একটি উন্নত ও শক্তিশালী বাহিনীতে পরিণত হোক।

তিনি আরও বলেন, সরকার কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে কোস্টগার্ডের যোগাযোগ পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। আমরা ডিজিটাল পদ্ধতি (স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন) ব্যবহার করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু

0

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পু আহমেদকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করে ইসি।

এর আগে রবিবার রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। এদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নতুন খনি আবিষ্কৃত হয়েছে

0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় জানিয়েছে, কাবুল শহরের শাইন গ্রামের আশেপাশে খাজা আলমাস মাটির পাহাড়ে একটি খনি আবিষ্কৃত হয়েছে। স্থানীয় লোকজনের খননের মাধ্যমে মূলত এই খনিটি আবিষ্কৃত হয়েছে। তবে এই খনিটি কিসের সে সম্পর্কে কোন তথ্য দেয়নি ইসলামী ইমারাত।

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন দেলাভার ওই এলাকার জনগণের প্রশংসা করে বলেছেন, মন্ত্রনালয় থেকে একটি প্রতিনিধি দল ও এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গকে খনিটি পর্যবেক্ষণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আরো বলা হয়েছে, খনিটি যার মালিকানাধীন জমির উপর আবিষ্কৃত হয়েছে তাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত ১৫ হাজার আফগানি করে দেওয়া হবে।

সূত্র: এভিএ

আবারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

0

গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে দাবি করে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গাজা উপত্যকা।

ইহুদিবাদী ইসরাইলী বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছেন। সেখানে রকেট নির্মাণ করত হামাস। তবে এই বিমান হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলী বাহিনী। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা বলেন, ইহুদী সেনারা নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে বন্দুকযুদ্ধ হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আত্মঘাতী বোমা-হামলায় পাকিস্তানে ৩ নিরাপত্তা কর্মী নিহত; আহত ২২

0

পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি মহকুমায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তান থেকে বান্নু যাওয়ার পথে গ্যাস ও তেল কোম্পানির কর্মচারীদের বহনকারী নিরাপত্তা বাহিনীর গাড়িকে বোমা বহনকারী একটি রিকশা আঘাত করে। ফলে বিষ্ফোরণের সূত্রপাত ঘটে। এ বিস্ফোরণে ৩ জন নিরাপত্তা বাহিনী প্রান হারায় এবং গ্যাস ও তেল কোম্পানির ১৫ জন কর্মচারীসহ ২২ জন আহত হন।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য বান্নুর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য; তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: কেপি

পুুলিশের অভিযানে গ্রেফতার ৩৯

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪২৬ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা ও ১০ লিটার জব্দ করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

সপ্তম বারের মতো তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ সামগ্রী পাঠালো ভারত

0

ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্য অব্যাহত রেখেছে ভারত। ২৯ হাজারের ও বেশি প্রাণহানি ঘটা এ ভূমিকম্পে এই নিয়ে ৭ম বারের মতো ত্রাণ সামগ্রী বোঝাই বিমান পাঠিয়েছে ভারত।

গত শনিবার ৩৫ টনেরও বেশি একটি সামরিক বিমান তুরস্ক সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

ত্রাণসামগ্রী বহনকারী এ বিমানটিতে সিরিয়ার জন্য ২৩ টন ও তুরস্কের জন্য প্রায় ১২ টন পণ্য সামগ্রী ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ঘুমানোর জন্য মাদুর, জেনারেটর সেট, সোলার ল্যাম্প, টারপলিন, কম্বল ও জরুরি ওষুধ সামগ্রী রয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারত তার প্রথম বিমানে জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল ও চিকিৎসা সামগ্রীতে পাঠিয়েছিল।

সূত্র: কেপি

সংহতি জানাতে তুরস্কে কাতারের আমির

0

তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করতে তুরস্কে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি।

এক টুইট বার্তায় কাতারের আমির বলেন, আমি আজ আমার ভাই প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেছি। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি।

শেখ তামিম বিন হামাদ আল-ছানি লেখেন, আমাদের ভাইদের প্রতি আমরা সমর্থন এবং সংহতি নিশ্চিত করছি। দুর্যোগ প্রশমনের প্রচেষ্টায় অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।

গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর কাতারের আমির প্রথম বিদেশি নেতা যিনি তুরস্ক সফর করছেন।

পটিয়ায় হুব্বে রাসুল (সা.) কনফারেন্স আগামীকাল

0

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জামিয়া পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতী আজিজুল হক (রহ.)-স্মরণে পটিয়া সওতুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ফেব্রুয়ারি) ইনসাফকে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দায়িত্বশীল মাওলানা আহমদ বাকের আজিজি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়রি) সকাল দশটা থেকে পটিয়া রেলস্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স উদ্বোধন করবেন পটিয়া মাদরাসার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।

পটিয়া মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক ও সহকারী মুহতামিম মাওলানা আবু নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি।

জানা গেছে চট্টগ্রাম দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী,পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ,পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া, মাওলানা আখতার হোসাইন আনোয়ারী,মাওলানা সিবগাতুল্লাহ নুর বি-বাড়ীয়া,মাওলানা কামাল উদ্দিন কাসেমী বি-বাড়ীয়া,মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা,মাওলানা ইসমাঈল বোখারী কাশিয়ানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন আলোচনা করবেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জামাল আইয়ুব ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাছুম সবাইকে যথাসময়ে কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে চার্জশিট

0

সাভারের ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিস্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটের অন্য আসামিরা হলেন- মুহাম্মাদ হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মুহাম্মাদ সাইদুল ইসলাম, মুহাম্মাদ মোর্শেদ আলী।

গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, চুরি করা গরু বেচাকেনা করার হোতা ছিলেন ছাত্রলীগ নেত্রী বাবলী। এ তথ্যের সত্যতা পাওয়ায় তার নামে চার্জশিট দাখিল করা হয়েছে।

এর আগে, ২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর শহীদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাতদিনে ধামরাই উপজেলার লাড়ুয়াকুন্ডসহ কয়েকটি গ্রাম থেকে ২০টি গরু চুরি হয়। এর মধ্যে ধামরাইয়ের লাড়ুয়াকুন্ড গ্রামের আব্দুল লতিফের একটি ষাড় ও একটি গাভী গত ৩০ অক্টোবর রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। ওই রাতেই এলাকাবাসী ধাওয়া দিয়ে হাবুল সরদার নামে এক চোরকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। হাবুল সরদার বরিশাল জেলার মুলাদী থানার মৃত কদম আলী সরদারের ছেলে। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ বাদি হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ আটক হাবুল সরদারের স্বীকারোক্তিতে ঢাকা জেলা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তার ও চোরাই গরু বহনকারী ট্রাকচালক রিপনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পান।

এরপর ধামরাই থানা পুলিশ গত ৩ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার, রাজু আহমেদ (২৪), রিপন ওরফে আরিফ (২২), শাহাদাৎ হোসেনকে (২৮) গ্রেফতার করে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, ২০২২ সালের ২৯ অক্টোবর রাত ১০টার দিকে সাভারের ধামরাইয়ের আব্দুল লতিফ তার দুইটি গরু গোয়াল ঘরে রেখে দরজায় তালা মেরে ঘুমাতে যান। এরপর রাত সাড়ে তিনটির দিকে বাইরে শব্দ শুনতে পান। ঘুম থেকে উঠে দেখেন ৪/৫ জন চোর তার দুইটি গরু ট্রাকে তুলে চলে যাচ্ছে। তখন তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন বের হন। ট্রাক থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হন আসামি হাবুল সরদার। এরপর স্থানীয় জনসাধারণ তাকে আটক করে। আসামি আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মুহাম্মাদ মোর্শেদ আলী ও পলাতক আসামি শহীদ গরু দুইটি চুরি করে নিয়ে এসে আসামি বাবলী আক্তারের কাছে বিক্রয় করে। এরপর আসামি বাবলী লাভবান হওয়ার উদ্দেশ্যে গরুগুলো পুনরায় উল্লেখিত আসামিদের মাধ্যমে বেশি দামে অন্যত্র বিক্রয় করেন।