Home Blog Page 1668

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড; জরুরি অবস্থা জারি

0

নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা। এতে বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি পত্রে স্বাক্ষর করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি বলেছেন, এটি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড়টির বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।

সূত্র: বিবিসি

সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই : সাহাবুদ্দিন

0

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মাদ সাহাবুদ্দিন। গতকাল বিকালে মুহাম্মাদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে নাম ঠিকানাসহ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মুহাম্মাদ সাহাবুদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দেশের সব বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে বলেছেন, আমি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব। সেখানে যদি ক্ষমতাসীন দল ভিকটিমাইজ হয় হতে পারে।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র পরীক্ষা শেষে একমাত্র প্রার্থী সাহাবুদ্দিনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এরপর বিকালে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। মনোনয়নপত্র পরীক্ষা শেষে সিইসি বলেন, দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল একই প্রার্থীর নামে। এর মধ্যে একটি পরিপূর্ণভাবে বৈধ হওয়ায় অন্যটি আর গ্রহণের দরকার পড়েনি।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাবক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সমর্থক যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। দুদকের সাবেক কমিশনার মুহাম্মাদ সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। মুহাম্মাদ আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে মুহাম্মাদ সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মুহাম্মাদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান। ব্যক্তিজীবনে তিনি সাহাবুদ্দিন চুপ্পু নামেই বেশি পরিচিত।

বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার মুহাম্মাদ সাহাবুদ্দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের ভার দেওয়া হয় দলীয় প্রধান শেখ হাসিনার ওপর। শেষ পর্যন্ত তিনি বেছে নেন মুহাম্মাদ সাহাবুদ্দিনকে, যিনি কৈশোরে বঙ্গবন্ধুর ডাকে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদে পরোক্ষ ভোটে। সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দেন। তবে মুহাম্মাদ সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী হওয়ায় ভোটাভুটির প্রয়োজন আর পড়ল না। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে একবারই সংসদের কক্ষে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। স্বাধীনতার পর থেকে ২১ মেয়াদে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দ্বিতীয় মেয়াদের শেষ প্রান্তে রয়েছেন। সেই হিসাবে নতুন রাষ্ট্রপতি হবেন এই পদে অষ্টদশ ব্যক্তি।

ইসির প্রজ্ঞাপন জারি : রাষ্ট্রপতি নির্বাচনে মুহাম্মাদ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নাম ঠিকানাসহ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক জনাব মুহাম্মাদ সাহাবুদ্দিন, পিতা-মরহুম শরফুদ্দিন আনছারী, বাসা/হোল্ডিং-৮৮/১, গ্রাম/রাস্তা : শিবরামপুর, পাবনা পৌরসভা, ডাকঘর-পাবনা, পোস্টকোড-৬৬০০, উপজেলা-পাবনা সদর, জেলা-পাবনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।’ ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গেজেট প্রকাশের পর তা মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। যথাসময়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

0

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

তিনি বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

সূত্র : বাসস

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক : মান্না

0

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এবার বুঝা গেলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ইলেকশন হয়, ভোট হয়, আরো কি হয়! সমস্ত জিনিসকে পদদলিত করা হলো। এ থেকে বুঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারি মানুষ হতে পারে। নির্বাচনে জেতার জন্যও এ রকম করবে এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া গেল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি ‘ভেরি’ করে না। রাষ্ট্রপতির ‘ফাংশন ও ডিউটি ডিফারেন্ট’ তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে।’

বিএনপির কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমাদের রিঅ্যাকশন আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারব না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি এক তন্ত্রের দেশে অনেক অসম্ভব সম্ভব হইতে পারে, আবার অনেক সম্ভব অসম্ভব হইতে পারে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৩৭ হাজার ছাড়িয়েছে

0

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মধ্যেও অলৌকিক ঘটনা ঘটছে। সোমবার আরেকজনকে উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী এই বালককে ১৮২ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

তবে আর কাউকে সম্ভবত জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে প্রায় আট দিন ধরে আটকা থাকার পর অলৌকিকভাবে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকেও উদ্ধার করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়। এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশে সরকার কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী

0

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে। তাই প্রতিটি শিশুর বিকাশে সরকার কাজ করছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারে (বালিকা) পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নিবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুহাম্মাদ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকার অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেসব কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু পরিবারের নিবাসীরা আগামী দিনে সুনাগরিক হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। সবাই মিলে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে।

গত ৬ মাসে দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে ২১ শতাংশ

0

বাংলাদেশে গত ছয় মাসে ২১ শতাংশ কমেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। গত বছরের জুলাইয়ে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৮৯ লাখ। ছয় মাসে ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ কমে এ বছরের জানুয়ারিতে ৪ কোটি ৬৫ লাখ হয়েছে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। প্ল্যাটফর্মটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা বিশ্লেষণ করে।

প্ল্যাটফর্মটি জানায়, বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী (৬৭ দশমিক ৯ শতাংশ) পুরুষ। এছাড়া বাংলাদেশের ১৮-২৪ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি।

মেটার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যেসব দেশে সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

সূত্র : দ্য ডেইলি স্টার

“বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব সম্পন্ন

0

ইসলামী ও সাধারন জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর অনলাইন পরীক্ষায় উত্তীর্নদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়তনে কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ হেফজুর রহমান, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ, গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চফেলো ও ইসলামিক আইকন সিজন-৩ এর ঢাকা প্রতিনিধি সৈয়দ এ.আর ছিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ আবদুল হান্নান। বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ই ফেব্রুয়ারী চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অডিটোরিয়ামে। সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে।

চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীর জন্য ৮ লক্ষ, ২য় স্থান অধিকারী ৬ লক্ষ ও ৩য় স্থান অধিকারীর জন্য রযেছে ৪ লক্ষ টাকা পুরস্কার।

আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থায় সাইবার হামলা: অভিযোগের তীর ইসরাইল ও মরক্কের দিকে

0

আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা “আলজেরিয়ান নিউজ এজেন্সির” ওয়েবসাইটটি সম্প্রতি কয়েক ঘন্টা ধরে গুরুতর সাইবার আক্রমণের শিকার হয়েছিল।

আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের মতে হ্যাকাররা এই সাইটে প্রবেশের চেষ্টা করার কারণেই মূলত এই সমস্যাটি হয়েছিল।

গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) আলজেরিয়ার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মরক্কো ও ইসরাইলকে এ সাইবার আক্রমণের জন্য অভিযুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরাইল, মরক্কো ও ইউরোপের কিছু অঞ্চল এই সাইবার হামলার পিছনে দায়ী।”

বিবৃতিতে আরো বলা হয়, “এ সাইবার আক্রমণগুলি প্রধানত আলজেরিয়ার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধেরই একটি অংশ।”

উল্লেখ্য; আলজেরিয়ার এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মরক্কো থেকে কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি। যদিও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ নতুন নয়। গত বছরের ডিসেম্বরে মরক্কো তার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার আক্রমণের জন্য আলজেরিয়াকে দায়ী করেছিল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন মুহাম্মাদ সাহাবুদ্দিন

0

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন দেশের নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির একটি সূত্র।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। সে অনুযায়ী আগামী ২৪ এপ্রিল সাহাবুদ্দিনের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা।

গত ২০১৭ সালের জুনে জেএমসি বিল্ডার্সের পক্ষে মুহাম্মাদ সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত হন এবং পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত একই পদে বহাল ছিলেন।