Home Blog Page 1676

সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যতই আন্দোলন করুক, বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কানাডা প্রতিনিধি দলের সদস্য কানাডা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর এঞ্জেলা ডার্ক, ট্রেড কমিশনার কামাল উদ্দিন, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট কিম ডগলাস ও পরিচালক অ্যান্টনি রিজক উপস্থিত ছিলেন।

বিএনপির চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, বিএনপি গত ১৪ বছরে আন্দোলন করে ব্যর্থ হয়েছে। সরকারের পতন ঘটাতে পারেনি। জনগণের সমর্থনও আদায় করতে পারেনি। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে অস্তিত্ব সংকটে পড়বে।

পরিবেশ যখন যেমন পুলিশ তখন তেমন : আইজিপি

0

পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গিবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিবেশ যখন যেমন পুলিশ তখন তেমন। বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে পুলিশ কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। তবে আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বাংলাদেশ পুলিশ জানে আইনশৃঙ্খলা রক্ষায় কখন কী করতে হবে।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর আমরা সফলভাবে জঙ্গি তৎপরতা দমন করতে পেরেছি। নাশকতাকারীদের চেয়ে পুলিশ সব সময় একধাপ এগিয়ে। নাশকতাকারীরা যখন যে পরিকল্পনা করে এর আগেই আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তা অবগত হয়ে তা প্রতিহত করে থাকি। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মাদ আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী ফুটবলার মাসুদ ওজিল

0

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। লাশের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার। এমন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান তারকা ফুটবলার মাসুদ ওজিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি পোস্ট করেন ওজিল। ক্যাপশনে লেখেন- একসঙ্গে আমরা কঠিন সময়ে যেকোনো কিছুই অর্জন করতে পারি। এ পরিস্থিতি সামাল দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

অসহায় মুসলমানদের পক্ষে সবসময় কথা বলতে দেখা যায় ওজিলকে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করায় তাকে জার্মান দল থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ আছে।

রাশিয়া ইউরোপীয় সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় : জেলেনস্কি

0

রাশিয়া ইউরোপের “ওয়ে অব লাইফ” বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে বক্তৃতাকালে এমন অভিযোগ করেন জেলেনস্কি।

ইইউ সংসদ সদস্যদের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বলেন, আমি আমার জনগণের বাড়িঘর নিরাপদ করতে এখানে এসেছি। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর লাখ লাখ লোক ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন। মেটসোলা জেলেনস্কিকে বলেন, আপনার পেছনে আমরা আছি, যতদিন প্রয়োজন।

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পার্লামেন্ট সদস্যরা।

বাংলাদেশের কাছে সহায়তা চাইলো তুরস্ক

0

সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে খাদ্য সামগ্রী ও ঔষধ চেয়েছে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

মুস্তাফা ওসমান তুরান বলেন, ভূমিকম্পে ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা।

তিনি বলেন, তুরস্কের ১০টি প্রদেশে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদেরকে শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা এখানে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। তাই টিকা অফিস নগদ অর্থ সহায়তা নেবে না।

ভূমিকম্পে নিখোঁজ ঢাকায় নিযুক্ত তুরস্কের সাবেক দূত ওজতুর্ক

0

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ রয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালনকারী তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন ক‌রেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশ‌টির বর্তমান রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। ভূমিকম্প নি‌য়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত তুরান জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়া এলাকায় ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। তিনি সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করতেন। ভূমিকম্পের পর তার কোনো খোঁজ মেলেনি।

উল্লেখ্য; সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার সাহায্য পাঠাচ্ছে আফগানিস্তান

0

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের কোটি টাকার সহজগিতা পাঠানোর ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া ও তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের পরিবার ও দেশ দুটির জনগণের এই কঠিন সময়ে ইমারাতে ইসলামিয়া সহমর্মিতা জানাচ্ছে। একই সাথে শোকাহত মুসলিম ভাইদের দুঃসময়ে অংশীদার হতে চায় আফগান সরকার।

বিবৃতিতে বলা হয়, মানবিক সহানুভূতি এবং ইসলামী ভ্রাতৃত্বের কারণে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ১০ মিলিয়ন আফগানি (আফগান মুদ্রা) ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ মিলিয়ন আফগানী (আফগান মুদ্রা) সহায়তা দেওয়া হবে।

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে

0

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অব্যহত রয়েছে উদ্ধার অভিযান। ভূমিকম্প আঘাত হানা তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে সফরকালে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিহতের সর্বশেষ সংখ্যা জানান।

তিনি বলেন, তুরস্কে ১৪ হাজার ১৪ জন নিহত হয়েছেন। ৬৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে তিন-চার তলা ভবন নির্মাণ করে দেওয়া হবে।

এর আগে বুধবার ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল কাহরামানমারাস পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিশ্বের অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এই দুর্যোগে এগিয়ে এসেছে।

ইসির নিবন্ধন পাবে তৃণমূল বিএনপি: ইসি আলমগীর

0

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। অতএব দলটি নিবন্ধন পাবে বলে আমরা ধরে নিতে পারি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে। দেরি করার তো সুযোগ নেই। আদালত নির্দেশনা দেওয়ার পর তো আর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই। কেননা, আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলোর প্রমাণ পেয়েছেন।

একই নামে দুটি দলের নিবন্ধন হয়ে যাচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাসদের তো একই নামে দু’টি দল আছে। এখানে আমাদের কিছু করার নেই। সর্বোচ্চ আদালতের নির্দেশ। তাদের মার্কা কী হবে তাও তো বলে দিয়েছেন আদালত। তাদের মার্কা হবে সোনালী আঁশ।

নতুন দল নিবন্ধনের বিষয়ে তিনি আরও বলেন, ৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। পাঁচটি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। দুটি দল আবেদন উইথ-ড্র করেছে।

আমরাও চাই সাগর-রুনি হত্যার রহস্য দ্রুত উন্মোচিত হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে র‍্যাবকে নির্দেশনা দেওয়া হবে। আমরাও চাই এ হত্যার রহস্য দ্রুত উন্মোচিত হোক।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর কক্ষে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে ডিআরইউর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ আমাকে স্মারকলিপি দিয়েছে। বিচার তো আমরা করতে পারব না, আমরা তদন্ত রিপোর্ট দিতে পারব। আমরা চেষ্টা করছি, অনেক বছর হয়ে গেছে। আমরাও চাই এ রহস্য উন্মোচিত হোক।

তিনি বলেন, উদীয়মান এই দুই সাংবাদিক, যাদের অনেক প্রতিভা ছিল, তারা দেশকে অনেক কিছু দিতে পারত। তারা আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরাও চাই কেন এই হত্যকাণ্ড হয়েছে, সেটি উদঘাটন করতে। ডিআরইউর স্মারকলিপি আমি র‌্যাবের ডিজিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। যেন তাড়াতাড়ি একটা কিছু জানায়, সেই নির্দেশনা তাদের দেবো।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি রহস্য উদঘাটনের। সাংবাদিক নেতাদেরও বলেছি, আপনাদের কাছে যদি কোনও তথ্য থাকে সেগুলো আমাদের জানালে, আমরা সেটিও দেখব।