Home Blog Page 1677

তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

0

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এ কথা বলেন।

সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়বে।

১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তানবুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

সোমবার ভূমিকম্পের পর পরই বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

সরকারের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

0

সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীতে আবারও দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির মহাসচিব বলেন, ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা।এছাড়া ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপি আন্দোলন তৃণমূলে ছড়িয়ে দিয়েছে। আমরা ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।

তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে অনিশ্চয়তার দিকে নিতে চাইছে, বিএনপি নয় আওয়ামী লীগ সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়। সরকার ভীতসন্ত্রস্ত হয়ে তাদের ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। আওয়ামী লীগকে ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারে আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, তবে জনগণ যখন চাইবে তখন হরতাল অবরোধ সব হবে। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শান্তিপূর্ণভাবে দশ দফা দাবি মেনে নেবে।

বান্দরবানে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

0

বান্দরবানের রুমায় রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলেে র‌্যাবের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের গোলাগুলি চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে এ গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গোলাগুলি চলছে।

র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অস্ত্রধারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ইতোমধ্যে র‌্যাবের অভিযানে পাহাড়ের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলা থেকে ১২ জঙ্গি এবং ১৪ কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত এক কেএনএফ সদস্যের লাশও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকালে র‌্যাবের অভিযানের সময় হঠাৎ করে কুকি চিন ও জঙ্গিরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এখনো গুলিবিনিময় চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ভূমিকম্পে ধসে গেল ২ হাজার বছরের পুরনো তুরস্কের গাজিয়ান্তেপ দুর্গ

0

গত সোমবারের তুরস্কে ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্কের ঐতিহাসিক ও আকর্ষণীয় পর্যটক স্থান গাজিয়ান্তেপ দুর্গটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু নিউজ এজেন্সি জানিয়েছে, “ভূমিকম্পে তুরস্কের শাহিনবে জেলার ঐতিহাসিক গাজিয়ানন্তেপ দুর্গের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অংশের কিছু অংশ রাস্তায় ধসে পড়েছে। প্রাসাদের চারপাশের লোহার রেলিংগুলি আশেপাশের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দুর্গের পাশে ধরে রাখা সাহায্যকারী প্রাচীরটিও ভেঙে পড়েছে। কিছু বুরুজে বড় ফাটল দেখা গেছে।”

উল্লেখ্য, হিট্টাইট সাম্রাজ্যের দ্বারা এই দুর্গের পাহাড়ের চূড়াটি সর্বপ্রথম একটি পর্যবেক্ষণ স্থান হিসাবে ব্যবহৃত হত। পরবর্তীতে খ্রিস্টীয় ২য় ও ৩য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের দ্বারা একটি প্রধান দুর্গে পরিণত হয়।
গোলাকার আকৃতির গাজিয়ান্তেপ দুর্গের পরিধি ১২০০ মিটার। এর প্রাচীরগুলি পাথরের তৈরি। দুর্গটিতে সর্বমোট ১২ টি বুরুজ রয়েছে।

সূত্র: সিএনএন

ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে, তবে বিএনপি কোনো উসকানিতে পা দেবে না : মির্জা ফখরুল

0

বিএনপির কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপি কোনো উসকানিতে পা দেবে না বলে জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির যেকোনো কর্মসূচি ঘিরে উসকানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে। তবে কোনো ট্র্যাপে পা দেবে না বিএনপি।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচি কেমন হচ্ছে, এর সফলতা কী, সামনের আন্দোলন কেমন হবে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদমাধ্যমে ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আগুন

0

পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নিচতলায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।’

ভূমিকম্পে ধসে গেল তুরস্কের ঐতিহাসিক ইয়েনি মসজিদ

0

তুরস্ক-সিরিয়ায় সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ সংখ্যা ৮ গুণ বৃদ্ধি পেতে পারে।

ভূমিকম্পে তুরস্কের মালতিয়া প্রদেশের ঐতিহাসিক ইয়েনি মসজিদ ধ্বসে গিয়েছে। মালতিয়া প্রদেশের প্রতীক হয়ে ওঠা ১২৩ বছর বয়সী ওই মসজিদের বেশ ক্ষতি হয়েছে। মসজিদটি নাগরিকদের মধ্যে ‘তেজে মসজিদ’ নামেও পরিচিত ছিল।

মসজিদটি ২০২০ সালের ২৪ জানুয়ারি ইলাজিগের সিভরিস জেলায় সংঘটিত ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সোমবারের প্রথম ভূমিকম্পে ঐতিহাসিক মসজিদের বেশ ক্ষতি হয়। আর সোমবার দ্বিতীয় দফায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে মসজিদটি সম্পর্ণরূপে ধসে যায়।  ইয়েনি মসজিদটি ১৮৯৪ সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া হাকি ইউসুফ মসজিদের জায়গায় নির্মিত হয়েছিল।

এরদোগানের নেতৃত্বে তুরস্ক ভূমিকম্পের বিপর্যয় কাটিয়ে উঠবে : চীনা প্রেসিডেন্ট

0

গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক প্রানহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুরস্কের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, “আমি বিশ্বাস করি তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বে তুরস্ক এই বিপর্যয় কাটিয়ে উঠবে ও তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে।”

এ দুর্যোগের কারণে ৭ সাত দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে তুরস্কের ২ হাজার ৩৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৪৮৩ জন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

তুরস্কে আবারও ভূমিকম্প

0

তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। তুরস্ক ও সিরিয়ায় সোমবার তিনটি ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হন। আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকেপড়াদের সন্ধানে বিভিন্ন অঞ্চলে উদ্ধার অভিযান চলছে।

ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটি দুই কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পে দক্ষিণ তুরস্কের ১০টি প্রদেশের এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে তুরস্কেই মারা গেছেন ২ হাজার ৯২১ জন। আর সিরিয়ায় এক হাজার ৪৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টার ব্যবধানে ২ হাজার ৩৭৯ থেকে বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে।

তুরস্কে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এরদোগান

0

তুরস্কের দক্ষিণ-পূর্বের বেশ কয়েকটি প্রদেশে মারাত্মক ভূমিকম্প আঘাত হানার পর ৭ সাত দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক টুইটার বার্তায় এ ঘোষণা প্রদান করেন।

টুইটার বার্তায় বলা হয়েছে, “৬ ফেব্রুয়ারি সংঘটিত মারাত্মক ভূমিকম্পের কারণে আমাদের দেশে ৭ দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি রবিবার সূর্যাস্ত পর্যন্ত আমাদের দেশের প্রতিষ্ঠান গুলিতে পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে।”

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে তুরস্কের ২ হাজার ৩৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৪৮৩ জন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড