Home Blog Page 2408

লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে ২৩ জন নিহত

0

লিবিয়ায় সরকারের প্রতিদ্বন্ধী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ত্রিপোলিতে কমপক্ষে ২৩ জন নিহত এবং ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী ত্রিপোলিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তক্ষয়ী লড়াইয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

জাতিসংঘের লিবিয়া মিশন বেসামরিক জনবহুল এলাকার আশেপাশে নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণ সহ চলমান সশস্ত্র সংঘর্ষ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন সহিংসতা বৃদ্ধির নিন্দা করে বিবাদমান পক্ষগুলির মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা করার আহ্বান জানিয়েছে।

সূত্র: বাসস

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

0

টাঙ্গাইলের বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি।

রবিবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে কালিহাতী উপজেলার চারান বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.ফরহাদ ইকবাল বলেন, শান্তিপূর্ণ ভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশ স্থলে। পরে এসময় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয় ও ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস গাড়ি ভাঙচুর করা হয়।

কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানায়, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দুইপক্ষের সংঘর্ষের হয়। এতে দুইপক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএনপি দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লুন্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো, দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। কোটি কোটি টাকা কালো টাকার মালিক যারা হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

আজ রোববার (২৮ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।

তিনি আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট রক্তের দাগ এখনো শুকায়নি, আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো, তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।

কাদের বলেন, বিএনপি নানা ধরনের গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা গুজবে কান দিবেন না, বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে, সুদিন ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

সূত্র: বাসস

দেশের উত্তরাঞ্চেলে ভারি বর্ষণ হতে পারে: আবহাওয়া অফিস

0

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় থাকায় দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সেইসাথে উত্তরাঞ্চেলের বিভিন্ন স্থানে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চেলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সূত্র: বাসস

নিরাপত্তার জন্য চট্টগ্রাম বন্দরে স্ক্যানার বসানো হবে : নৌ-প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে আমদানি-রফতানির জন্য স্ক্যানার বসানো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই বন্দর। এর নিশ্চিদ্র নিরাপত্তার জন্য স্ক্যানার বসানো প্রয়োজন।

আজ রোববার (২৮ আগস্ট) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্র বলেন, চট্টগ্রাম বন্দরে যাতে স্ক্যানার বসানো না হয়, এখানে যাতে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া না লাগে সেজন্য সংঘবদ্ধ চক্র জোরালো ভূমিকা রাখছে। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ডিজিটাল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা যা করণীয় তা করা হবে। শুধু চট্গ্রাম বন্দর নয়, মোংলা বন্দরসহ স্থলবন্দরগুলোতেও স্ক্যানার বসানোর কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ভারতের সাথে চুক্তি অনুসারে তাদের দেশের জাহাজ চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে সড়ক পথে ভারতের অন্যান্য রাজ্যে মালামাল যেতে পারবে। এজন্য চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজের ট্রায়াল রান হয়েছে। আরো ট্রায়াল হবে।

তিনি আরও বলেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো ইয়ার্ড নির্মিত হয়েছে। অধিক জাহাজ বাড়ার চাপ সামাল দেয়ার জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এস আরও হয়ে গেলে নিয়মিতভাবে ভারতীয় জাহাজ আসা শুরু করবে।

প্রতিমন্ত্র বলেন, বাংলাদেশ মানবিক রাষ্ট্র। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি। আমরা সবসময় মানবিক পদক্ষেপ নিয়েছি। বঙ্গবন্ধুর বিদেশ নীতি হলো-সকলের সাথে বন্ধুত্ব। সে অনুযায়ি আমরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছি।

সূত্র: বাসস

গত ২৪ ঘন্টায় পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১১৯ জনের মৃত্যু

0

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে

এক বিবৃতিতে বলা হয়, জনের মধ্যে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় ৩ কোটি ৩০ লাখের বেশী লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাসস

পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছি : ইমরান খান

0

পাকিস্তান বন্যায় বিপর্যস্ত। এর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সমালোচকদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন সাবেক এ তারকা ক্রিকেটার।

তিনি বলেছেন, আমি পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছি। আমার এ লড়াই দাবদাহ, বন্যা এমনকি যুদ্ধেও অব্যাহত থাকবে।

রোববার (২৮ আগস্ট) পাঞ্জাবের ঝিলমে একটি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা পিটিআইয়ের বিরুদ্ধে চক্রান্ত করছে। সংবাদপত্র, মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে; যারা সর্বদা চোরদের (ক্ষমতাসীন দল) স্বার্থ রক্ষা করে চলে। তারা বলছে, এটা সমাবেশ করার সময় নয়।

তিনি বলেন, আমি এই চোরদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা ৩০ বছর ধরে পাকিস্তানের সম্পদ লুট করেছে। আমি আইনকে সমুন্নত রাখার জন্য লড়াই করছি। আমি এমন একটা দেশের জন্য লড়ছি যেটির একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র হওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, আমি আমার জনগণের সুখ-দুঃখে পাশে থাকব, কিন্তু আমি চোরদেরও ছাড় দেব না।

সূত্র : ডন

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

0

বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ) সুন্দরবনে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। সুন্দরবনের নদনদীতে মাছের প্রজনন মৌসুমের কারনে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস ইকো-ট্যুরিজমসহ (প্রতিবেশ পর্যটন) বনজীবীদের প্রবেশাধীকার নিষিদ্ধ ছিল। দীর্ঘ বন্ধের পর আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। তাই সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের।

পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকা থেকে সড়ক পথে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দূরত্ব মাত্র ৩ ঘন্টায় নেমে আসায় এবারের পর্যটন মৌসুমে দেশী-বিদেশী পর্যটকদের জন্য নতুন মাত্রা যোগ হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো গণমাধ্যমকে জানান, সুন্দরবন জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য সম্পদের আধার। সেই কারণে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী- ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। চলতি বছর থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই প্রথম এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সময় বৃদ্ধি করেছে বন মন্ত্রণালয়। এই তিন মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট ও নৌ-চলাচল। ফলে দীর্ঘ তিন মাস গোটা সুন্দরবন ছিল জেলে ও পর্যটক শূন্য।

তিনি আরও জানান, ৩ মাস অতিক্রান্ত হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন দেশ-বিদেশী পর্যটকরা। একই সাথে ওইদিন থেকে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও। তিন মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকসহ সব ধরনের বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ২১০ প্রজাতির মাছের পাশাপাশি ৩৭৫ প্রজাতির বন্যপ্রানীর প্রজনন ও বংশ বিস্তারে সুফল আনবে বলে ধারণা বন বিভাগসহ বিষেজ্ঞদের।

ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু; সন্ধ্যায় শপথ গ্রহণ

0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হবে।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বঙ্গভবন থেকে জানানো হয়, সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে মুহাম্মাদ আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মুহাম্মাদ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে।

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাপ্তাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

0

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার (২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।

সকাল এ ধারা বলবৎ রাখতে কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। একই সাথে টহল অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখা বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল কাপ্তাই বড়ইছড়ি চত্বরে। অন্যদিকে একই স্থানে কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তারেক জিয়ার ফাঁসির দাবিতে সমাবেশের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য তাৎক্ষণিক ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, জনস্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কাপ্তাই থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জসিম উদ্দিন জানান, যে কোনো নাশকতা, দাঙ্গা হাঙ্গামা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে পুলিশ মাঠে কাজ করছে।