Home Blog Page 2418

ভারতে আবারো মহানবী সা.-কে নিয়ে কটূক্তি; গ্রেপ্তার বিজেপি বিধায়ক

0

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আবারো কটূক্তি করলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আরেক নেতা। এই ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) পুলিশ তাকে গ্রেফতার করে।

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংয়ের করা কটূক্তি প্রকাশ্যে আসার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সে রাজ্যের মুসলিমরা।

গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে তার মন্তব্যের প্রতিবাদে হায়দরাবাদে বিক্ষোভ চলছে। স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে জারি করা বিবৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে টি. রাজা সিং।

হায়দারাবাদ দক্ষিণ অঞ্চলের ডিসিপি পি সাই চৈতন্য বলেন, বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিজেপির ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রাতে দক্ষিণ জোন ডিসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হায়দরাবাদে সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক জনতা। দবিরপুরা, ভবানী নগর, রেইনবাজার, মীর চক থানার বাইরেও বহু মানুষ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে তাকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুব্ধ মানুষজন বলেন, তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অবশেষে আজ সকালে তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় দেশে ও বিদেশে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুসলিমরা। বিজেপি তাকে দল থেকে সাসপেন্ড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক টি. রাজা সিং।

সূত্র : পার্সটুডে

পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

0

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইরশাদ হোসেন রাশেদ আজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন। সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।

আজ (২৩ আগস্ট) মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেন সাশ্রয়ী করতে পারি,এ কারণেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী ক্লাস হবে। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে।

সূত্র: বাসস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমে যাবে

0

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি ও মূল্য উভয়ই কমে যাবে।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সদস্যগণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে মত বিনিময় সভায় একথা বলেন।

তারা বলেন, এই প্রকল্পের বিদ্যুৎ দেশের উন্নয়নকে আরো বেগবান করবে।

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বলেন, প্রকল্পের কাজ সমাপ্ত হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমে যাবে, মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাবে। রূপপুরের সফল বাস্তবায়ন হলে আরো একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবতে পারে সরকার।

মো. আব্দুস শহীদ বলেন, প্রকল্পের কাজ সন্তোষজনক, কোভিডও এই মহাপ্রকল্পের কাজের অগ্রগতিতে খুব বেশি বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়ানো পরিক্ষিত বন্ধু রাশিয়া এই প্রকল্পটিকে চুক্তি মোতাবেক সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে।

কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের নেতৃত্বে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুল রহমান এবং খাদিজাতুল আনোয়ার এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও স্থানীয় সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, প্রকল্পের কাজ আমাদের চুক্তি অনুযায়ী এগিয়ে চলছে। আশা করি বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক চুক্তির শর্তানুযায়ী যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্ত হবে।

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি আজ ও গতকাল প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ সরেজমিন পরিদর্শন করে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান প্রকৌশলীগণ প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে।

সূত্র: বাসস

নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাঁর এতই জনপ্রিয়তা যে, ভোট হলে শেখ হাসিনা বিপুল ভোটে আবারও বিজয়ী হবেন। তাই তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু এতো জনপ্রিয় ছিলেন যে নির্বাচনে তাকে হারানো কোনো অবস্থায় সম্ভব ছিল না, সে জন্যই তাকে হত্যা করা হয়েছে। নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় সে কারণেই তাকে হত্যাচেষ্টা। ২১ আগস্ট প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। এতো জনপ্রিয় বঙ্গবন্ধুর কন্যা। সারা বাংলায় ভোট হলে বিপুল ভোটে আবারও বিজয়ী হবেন। সেই জন্যই আজকে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এবার কিন্তু আমরা খুব সজাগ ও সতর্ক। আমরাও জানি কোথায় কে কী করছেন। বিদেশিদের দরবারে কোথায় কোথায় বৈঠক হচ্ছে। এবার চোখ-কান খোলা রেখেছি, শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না।

বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আর রাজনীতি করবো না বলে মুচলেকা দিয়ে যে কাপুরুষটা বিদেশ চলে গিয়েছিল, সে হলো আপনার প্রধান নেতা। মুচলেকা দিয়ে বলেছিলেন- আর রাজনীতি করবেন না, এখন বিদেশে বসে টেমস নদীর পাশে বসে কলকাঠি নাড়েন। ফখরুল সাহেবকে সেখান থেকে ফরমায়েশ দেন এবং তিনি এখান থেকে কথা বলেন।

তিনি ‍আরো বলেন, টেক ব্যাক বাংলাদেশ, ওখান থেকে স্লোগান দেয়। ওখান থেকে বলে টেক ব্যাক এখান থেকে বলে বাংলাদেশ। টেক ব্যাক কারা করবে বিএনপি? আবারও ’৭৫ ও ২১ আগস্ট ঘটানোর জন্য? আবারও দুর্নীতির হাওয়া ভবন করার জন্য?

সূত্র: বাসস

করোনা : গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জন শনাক্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের।

ফলে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৬ জনই থাকল। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনে।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ।

জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শ’ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপে ২২টি দল ইভিএম নিয়ে মতামত তুলে ধরে। এর মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ১৪টি দল এ যন্ত্রের ব্যবহার নিয়ে সংশয়-সন্দেহ প্রকাশ করে। এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি ইভিএমের বিরোধিতা করে।

অন্যদিকে আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে মত দেয়। আর কয়েকটি দল শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে মতামত দেয়। তবে বিএনপিসহ ৯টি দল ইসির সংলাপ বর্জন করে। তারাও ইভিএমের বিপক্ষে। তারা কোনোমতেই এটির মাধ্যমে ভোট চান না।

আমেরিকায় বন্দুক হামলা; নিহত ২

0

আমেরিকায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় শপিংমলে নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন। আহত হয়েছেন একজন। এ ঘটনায় বিমানবন্দর থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) দুপুরে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার একটি শপিং মলে বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। নিহতদের একজনের শরীরে ছয়টি এবং অপর জনের শরীরে তিনটি গুলি লাগে। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশকে আরও ১ কোটি করোনার টিকা দিল আমেরিকা

0

বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও ১ কোটি ডোজ অনুদান দিয়েছে আমেরিকা। কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার অনুদান দিল দেশটি।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে আরও ১ কোটি ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার ডোজ অনুদান দিয়েছে, যাতে করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী কিশোর বয়সী ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রমের সম্প্রসারণ অব্যাহত রাখতে পারে।

এ অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া আমেরিকার টিকার ডোজ সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত যে পরিমাণ কোভিড-১৯ টিকা পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা ডোজ অনুদান দিয়েছে আমেরিকা।

জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

0

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, আইন সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ বিবাদীদের (রেসপনডেন্ট) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলম গত ১৪ আগস্ট রিট করেন।

গোপনে ধারণ করা জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে ভাইরাল হয়। কথোপকথনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়।

সূত্র: বাসস