Home Blog Page 4550

ইনসাফ সত্য প্রচারে আপোষহীন

0

হুমায়ুন কবির শাবিব | প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম


ইনসাফের অর্ধযুগ পূর্ণ উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। চলমান ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলোর মোকাবেলায় ইনসাফ কিছুটা হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এ ধারা অব্যাহত ও ব্যাপকতার জন্য ইনসাফসহ ইসলামী ঘরানার মিডিয়াগুলো আরো ভূমিকা রাখবে বলে আশা করছি।

আমি মনে করি, ইনসাফ সত্য প্রচারে আপোষহীন। ইসলামী সঙ্গীতাঙ্গনকে সর্বশ্রেণীর মাঝে তুলে ধরার ক্ষেত্রে ইনসাফের অবদান অনস্বীকার্য। সামনে এ বিভাগ আরো সমৃদ্ধি লাভ করবে এই প্রত্যাশা করি।

ইনসাফকে আল্লাহ্‌ শতশত বছর বাঁচিয়ে রাখুন | মুফতী মিজানুর রহমান সাঈদ

0

মুফতী মিজানুর রহমান সাঈদ | প্রতিষ্ঠাতা পরিচালক : শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের


আলহামদুলিল্লাহ! ইসলামের একটি বৈশিষ্ট্য হলো, সবসময় যুগীয় চাহিদা পূরণ করার ব্যবস্থা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত। কোনো যুগে মানবজাতি সমস্যায় পড়বে, আর ইসলাম তার সমাধান দিবেনা এমনটি নয়। মানুষ যে যুগে যে অবস্থায় উপনীত হয়, যাহাই প্রয়োজন হয়, ইসলাম তাৎক্ষণিক সেই অবস্থার উপযোগী বিধান দিয়ে থাকে। এ জন্যই আজকে লকডাউনের সময় নামাজ পড়া না পড়ার বিষয়ে নতুন নতুন যেসব মাসআলা আসছে, করোনা ভাইরাস না হলে এই মাসআলাগুলো আমাদের সামনে আসতো না। একেকটা সমস্যা আসছে আর ইসলাম সাথে সাথেই তার সমাধান দিয়েছে।

দাওয়াহ্ বা প্রচারের যতো সিস্টেম ইসলামের শুরুলগ্ন থেকে ছিলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহী ওয়া-সাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে তা দিনদিন উন্নতি করতে করতে একসময় ঘোড়ায় চড়ে পত্র বাহকরা পত্র আদান প্রদান করতো। সেই চীন থেকে ইরাকে মাত্র ৩ দিনে পত্র আসা যাওয়া করতো। সেটিও একটি যুগ ছিলো। যুগের ধারাবাহিকতায় আধুনিককালে সাইন্স ও টেকনোলজির কারণে একসময় প্রিন্ট মিডিয়া আসলো। শুধু প্রিন্ট পত্রিকার দ্বারা প্রতিদিন খবরাখবর পাওয়া যেতো। এরপর রেডিও টিভি আসলো। এভাবে আসতে আসতে বর্তমানে আমরা একদম আধুনিকতর যুগে অবস্থান করছি। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অনলাইন গণমাধ্যম ইত্যাদি প্রত্যেকটা যুগীয় বিষয়কে আমাদের মুসলমানদের উচিত ইসলামের সপক্ষে কাজে লাগানো। একটিও যেনো ইসলামের বিপক্ষে না লাগে। আমরা যদি ইসলাম বলতে শুধু ১৪০০ বছর আগের ইসলামকেই বুঝি, বর্তমান যুগীয় বিষয়াদির সাথে যদি ইসলামের সমন্বয় না করি, তাহলে এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে আমাদেরকে বাতিলের দিকে ধাবিত করবে এবং ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। তাই আমাদের দায়িত্ব হলো যুগোপযোগী সব বিষয়গুলোকে ভালোভাবে রপ্ত করে ইসলামের বিধান অনুযায়ী এগুলোকে পরিচালনা করা এবং ইসলামের খেদমতেই লাগানো।

আলহামদুলিল্লাহ! বর্তমানে ইনসাফসহ প্রত্যেকটি ইসলামী মিডিয়াকে আমি অন্তর থেকে সাপোর্ট করি এবং অত্যন্ত মূল্যবান মনে করি। এদের মাধ্যমে ইসলামের বিরাট খেদমত হচ্ছে এবং আরো হবে বলে মনে করি। তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো, ইসলামী মিডিয়া আর অনৈসলামিক মিডিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদেরটা যেহেতু ইসলামী মিডিয়া তাই কোনরকম মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যের উপর এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। মিডিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য দেওয়া, মানুষকে ধোকা দেওয়া ইত্যাদি থেকে ইসলামী মিডিয়াগুলো বর্তমানে যেমন বিরত আছে ভবিষ্যতেও বিরত থাকতে হবে। ইসলামী মিডিয়ায় এগুলো থাকতে পারেনা আর এগুলো থাকলে সেটা ইসলামী মিডিয়া হতে পারেনা।

সেক্ষেত্রে খুশির কথা হলো, দেশের অন্যতম ইসলামী মিডিয়া ইনসাফ ইতিমধ্যে অর্ধযুগ পার করেছে। তারা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে বড় বড় দায়িত্বশীল উলামায়ে কেরামের ছায়াতলে কাজ করছে। এটাই আমাদের আস্থার জন্য যথেষ্ট। তাই এই ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ইনসাফ ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। দুআ করি অর্ধযুগ নয়; শতশত বছর আল্লাহ্ এই মিডিয়াকে জীবিত রাখুন। বিচক্ষণ উলামায়ে কেরামের দিকনির্দেশনায় ইনসাফ আরো উন্নতি লাভ করুক, আরো ব্যাপকতা লাভ করুক।

আমি আন্তরিকভাবে ইনসাফের প্রতি শুকরিয়া আদায় করছি। প্রত্যেক মুসলমানকে এ ধরনের ইসলামী মিডিয়ার সাথে যুক্ত থাকাকে জরুরি মনে করি। আল্লাহ্ তাআ’লা সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।

ইসলাম বিরোধী ষড়যন্ত্র নিয়ে সচেতন করতে ইনসাফ প্রশংসনীয় ভূমিকা পালন করছে

0

মাওলানা জুনাইদ আল হাবীব | সহসভাপতি : জমিয়তে উলামায়ে ইসলাম ও যুগ্মমহাসচিব : হেফাজতে ইসলাম


নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম! ইসলামী ঘরানার পরিচিত অনলাইন পত্রিকা ‘ইনসাফ’ অর্ধযুগ পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণের এই বিশেষ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই। এবং আগামীর পথ চলা যেন সুন্দর হয় -সেই কামনা করছি।

ইসলামের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব ও কর্তব্য। আর মিডিয়ার আবিষ্কার ইসলামের বানী সর্বত্র পৌঁছাতে সহজ করে দিয়েছে।

সুতরাং বিশ্ববাসীকে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর পথে ডাকার জন্য মিডিয়ার মাধ্যমে ব্যপক পদক্ষেপ নেয়া প্রয়োজন। বর্তমানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে দ্বীন প্রচারে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে উলমায়ে কেরামকে সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করা সময়ের দাবী।

ইসলাম বিরোধী ও বিজাতীয় ধ্যানধারনায় লালিত মিডিয়া আজ এদেশের -ইসলামী কৃষ্টি-কালচার, সংস্কৃতি, সভ্যতা, মসজিদ, মাদরাসা, আলেম – উলামা, হক্কানী পীর-মাশায়েখ, ইসলামী তাহজীব-তামাদ্দুন এর বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট, ব্যঙ্গ-বিদ্রুপ করে নাটক, সিনেমা সাজিয়ে এবং বিভিন্ন সংবাদ পরিবেশন মাধ্যমে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের প্রিয় মাতৃভূমি থেকে ইসলামের শিকড় মূলোৎপাটনের লক্ষ্যে কতিপয় ইসলাম বিদ্বেষী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসম্পর্কে দেশের ধর্মপ্রান মুসলিম জনতাকে সজাগ এবং সচেতন করতে ইনসাফ ইতিমধ্যেই প্রসংশনীয় ভূমিকা পালন করে আসছে।

পাশাপাশি জনগণের পক্ষে এবং ইসলামের পক্ষে কথা বলার মতো যেসব মিডিয়া কাজ করে যাচ্ছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। আল্লাহ রাব্বুল আ’লামীন ‘ইনসাফ’কে দিন দিন তারাক্কি দান করুন, আমীন।

অনৈসলামীক কার্যকলাপ প্রতিরোধ করে সমাজ পরিবর্তন ঘটাতে হলে মুসলামদের আজ মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীতা বুঝতে হবে। এবং বাংলাদেশের তরুণ আলেম উলামাদের সত্য প্রকাশের দ্বীপ্ত অঙ্গীকার নিয়ে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিন এবং ইসলামের সত্যবাণী সমাজে পৌঁছে দিতে নিরলস খেদমত করার তৌফিক দান করুন। আমীন।

বাংলাদেশে ইসলামি মিডিয়ার অগ্রপথিক ইনসাফ

0

মুফতী মোহাম্মদ জমীর উদ্দিন কাসেমী | মুহাদ্দিস : জামিয়া তৈয়বিয়া ও জামিয়া দাওয়াতুল কুরআন, নারায়ণগঞ্জ


বাংলাদেশের প্রথম ইসলামি ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ অত্যন্ত কর্মমুখরতার মাধ্যমে দীর্ঘ অর্ধযুগ অতিক্রম উপলক্ষে পাঠক হিসেবে আমি আনন্দিত।

দ্বীনের নগন্য একজন খাদেম হিসেবে দীর্ঘদিন যাবৎ আমি অনুভব করছি দেশ, জাতি ও সমাজ সর্বোপরি সারাবিশ্বের সামনে ইসলামকে সঠিকরূপে উপস্থাপনের জন্য মিডিয়ার বিভিন্ন সেক্টরে তথা অনলাইন অফলাইন টিভি রেডিও এবং জাতীয় পত্রিকাগুলোর ক্ষেত্রে ইসলামি মূল্যবোধসম্পন্ন কিছু সংবাদ মাধ্যমের উপস্থিতি অতীব জরুরি।

এক্ষেত্রে অনলাইন পত্রিকা ইনসাফ টোয়েন্টিফের ডট কম আমাদের দেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে অত্যন্ত সততার সাথে তথ্যবহুল সংবাদ প্রচার করে থাকে।

সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ প্রচারের মাধ্যমে ইনসাফ স্বল্প সময়ে যে পাঠকপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছে তাতে একজন পাঠক হিসেবে আমি খুবই আনন্দিত।

আমি আশা করি এতদিন যেমন ইনসাফ আমাদেরকে সঠিক নির্ভরযোগ্য ও তথ্যবহুল সংবাদের মাধ্যমে উপকৃত করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

পরিশেষে আমি এটাই বলবো, ইনসাফ সম্পাদক ও অন্যান্য কর্মীরা যেভাবে বিজ্ঞজন ও উলামায়ে কেরামের পরামর্শ ও আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও যেন এই প্রচেষ্টা অব্যাহত থাকে সেই কামনাই করি।

ইনসাফ ইসলামি মিডিয়া জগতের এক বিপ্লবী নাম

0

এম শাহিন আহমেদ | সম্পাদক : প্রবাসের ডায়েরি


একঝাঁক তরুণ মেধাবীদের সমন্বয়ে গঠিত দেশের অন্যতম সেরা নিউজ পোর্টাল ইনসাফ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটুকু দখল করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ইনসাফের সম্মানিত সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারের মেধা ও প্রজ্ঞার কথা না বললেই নয়। প্রতিষ্টালগ্ন থেকে আজঅব্দি ইনসাফ সত্য ও ন্যায়ের পক্ষে নিজেকে অটুট রাখতে পেরেছে।

কেননা বর্তমান মিডিয়ার অধিকাংশই কারো না কারো দালালীতে লিপ্ত সেই জায়গায় ইনসাফ অনন্য নজীর স্থাপন করেছে।

আমরা বিশ্বাস করি,ইনসাফ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অতীতের মতোই ভবিষ্যতে আরো তৎপর হবে।
অর্ধযুগ পূর্তিতে ইনসাফ পরিবারের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনসাফের পথচলা আরো মসৃণ হোক সেই প্রত্যাশা রইলো।

সিলেটে করোনা আক্রান্ত হয়ে এক দিনে ৩ জনের মৃত্যু

0

সিলেট জেলায় এক দিনে করোনা আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) রাতে বিভিন্ন সময়ে তাঁদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২১ মে) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত একটার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন একজনের (৫৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা টুকা গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে পল্লি চিকিৎসক হিসেবে কাজ করতেন।

এ ছাড়া বুধবার রাতে বালাগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ৪৬ বছর বয়সী এক পুরুষ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ (৫৫) মারা যান।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল করল ফিলিস্তিন

0

জর্ডান নদীর পশ্চিম তীর জোরপূর্বক দখল ও অবৈধ রাষ্ট্র ইসরাইলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন।

মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ যাবত করা সব চুক্তি বাতিলের ঘোষণা দেন।

বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেছেন, তিনি এখন থেকে তেল আবিবের সঙ্গে পিএলও’র সই করা সব চুক্তি বাতিল করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনো সহযোগিতা চুক্তি আর মেনে চলবেন না।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) এবং ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আজ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের সঙ্গে সই করা নিরাপত্তা সমঝোতাসহ সব চুক্তি এবং এসব চুক্তিতে দেয়া সব প্রতিশ্রুতি বাতিল ঘোষণা করল।

মাহমুদ আব্বাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা মনে করি ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্বের সম্পূর্ণ দায় মার্কিন প্রশাসনের। ফিলিস্তিনি জনগণের স্বার্থবিরোধী যেসব পদক্ষেপ ইসরাইল নিচ্ছে তার জন্য মূলত দায়ী মার্কিন প্রশাসন।

প্রসঙ্গত, পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকা ফিলিস্তিনি অঞ্চল। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈধভাবে দখল করে আছে। সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে আমেরিকা।

সূত্র: আলজাজিরা

ট্রাক উল্টে গাইবান্ধায় ১৩ জনের মৃত্যু

0

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে সারাদেশে ১২ জনের মৃত্যু

0

সুপার সাইক্লোন আম্পানের আঘাত সারাদেশে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে।

ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন উপকূলের ১০ লাখের বেশি মানুষ।

পিরোজপুর ও যাশোরে তিনজন করে, পটুয়াখালীতে দুজন এবং ঝিনাইদহে, সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় একজন করে মারা গেছেন।

বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা গেছেন বলে জানাগেছে।

দেশে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড: ১৭৭৩ শনাক্ত, মৃত্যু ২২

0

দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তন হয়েছে ১৭৭৩ জন। মৃত্যু হয়েছে আরও ২২ জনের।

এসময়ের মধ্যে সুস্থ্য হয়েছেন আরও ৩৯৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃহস্পতিবারই (২১ মে) সর্বোচ্চ।

আজ দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।