মিসরের সুয়েজ খাল তীরবর্তী ইসমাইলিয়া শহরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনার
দায় স্বীকার করেছে দায়েস।
গত শনিবার (৩১ ডিসেম্বর) ‘আমাক নিউজ এজেন্সি’ দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে সুয়েজ খালের পশ্চিমে এ হামলাটি ঘটেছিল। নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়। এ হামলায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন আরও ১২ জন।
সূত্র: মিডিল ইস্ট মনিটর









