বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

আওয়ামী লীগ নেতা আমুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তার কন্যা সুমাইয়া হোসেনকে নিয়ে ফেসবুক ও ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেফতার করা হয়।

মামলার উদ্ধৃতি দিয়ে ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান জানান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রাব্বী তার নিজ নামে ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে জনসমক্ষে প্রচার করে।

বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী দেখতে পেয়ে বাদী এবং সাক্ষীদের জানান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img