বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইয়েমেনে যাকাত সংগ্রহ করতে গিয়ে ৮৫ জনের মৃত্যু, আহত ৩২২

ইয়েমেনের রাজধানী সানায় জাকাতের অর্থ সংগ্রহ করার সময় পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত ও ৩২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির হুতি কর্মকর্তারা। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের পূর্বে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত পরিবার গুলোর মধ্যে।

হাউছি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বুধবার (১৯ এপ্রিল) সানার একটি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার সানার একটি স্কুলে দুই জন ব্যবসায়ী সাহায্য প্রদানের ঘোষণা দেন। এ সময় সাহায্য গ্রহণের জন্য শত শত লোক সেখানে জড়ো হয়। অনুষ্ঠানে জড়ো হওয়া প্রত্যেককে ৯ মার্কিন ডলার করে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। তবে জনতার মধ্যে উশৃঙ্খলা দেখা দিলে তা নিয়ন্ত্রণে সশস্ত্র হাউছিরা ফাঁকা গুলি করে। তবে গুলিটি একটি বিদ্যুতের তারে আঘাত করে ও বিস্ফোরিত হয়। এতে জড় হওয়া লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ও পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে।

হুথি বার্তা সংস্থা সাবা জানিয়েছে এ ঘটনার সাথে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img