বন্দুক হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মাওরিস সালিম।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির জাসার আল পাশা নামক এলাকায় তার উপর বন্দুক হামলা চালানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, অজ্ঞাত বন্দুকধারীর হামলায় বেঁচে গিয়েছেন লেবাননের প্রতিরক্ষামন্ত্রী। জাসার আল পাশায় গাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত বন্দুকধারীরা তার দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। প্রায় সব গুলিই তার গাড়িতে এসে আঘাত করে। এই হামলায় তিনি সুস্থ আছেন বলে জানানো হয়।
এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি লেবাননের সরকার।
সূত্র: আনাদোলু