দখলকৃত ফিলিস্তিনের জেরুসালেম বা পবিত্র কুদসে দূতাবাস খোলায় পাপুয়া নিউ গিনির নিন্দা করলো আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, ইহুদিবাদী ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের জেরুসালেমে পাপুয়া নিউ গিনির দূতাবাস খোলার সিদ্ধান্তটি সম্পূর্ণ অবৈধ। এটি জাতিসংঘের রেজুলেশন বিশেষত, নিরাপত্তা পরিষদের রেজুলেশন ৪৭৮ (১৯৮০) ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যেখানে বলা হয়েছে যে, যেসব দেশ দখলকৃত জেরুসালেমে কূটনৈতিক মিশন স্থাপন করেছে তারা যেনো তা প্রত্যাহার করে নেয়। কেননা তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনের বিরোধী।
বিবৃতিতে আরো বলা হয় যে, পাপুয়া নিউ গিনির এই সিদ্ধান্ত ফিলিস্তিনে অবৈধ উপনিবেশিক দখলদারিত্ব ও রাষ্ট্র ব্যবস্থাকে সুসংহত করতে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার হরণে ভূমিকা পালন করছে।
আমরা তাদের আহবান জানাচ্ছি, তারা যেনো আইন বহির্ভূত এই সিদ্ধান্ত থেকে সরে আসে। আন্তর্জাতিক আইন ও আরব শান্তি উদ্যোগের অনুসরণ করে দখলকৃত ফিলিস্তিনে আন্তর্জাতিক ভাবে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে তাতে নিজেদের শরীক করে।
সূত্র: ওআইসি