মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ইসরাইলি সেনাবাহিনীর হেডকোয়ার্টারে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর সদর দপ্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের সাধারণ মানুষের উপর মিসাইল হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, হিজবুল্লাহর ছোঁড়া এসব রকেটের বেশিরভাগই আইরন ডোম ভেদ করে সদর দপ্তরে আঘাত হানে।

জানা যায়, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলে প্রায় ৩০ টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। যার বেশ কয়েকটি রুখতে ব্যর্থ হয় ইহুদিবাদীদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ফলে তা সরাসরি ইসরাইলের উত্তর-পশ্চিম অঞ্চলের গিয়াতন এলাকায় অবস্থিত দেশটির সেনাবাহিনীর ১৪৬ তম ডিভিশনের সদর দপ্তরে গিয়ে পড়ে ও বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

সূত্র: নউর নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img