গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় নতুন করে আরও ৪৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গাজ্জায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৭৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।











