ফিলিস্তিনের গাজ্জায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার (১৮ ডিসেম্বর) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নিয়ন্ত্রিত নিউজ ওয়েবসাইট ওয়াল্লা এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনা কমান্ডাররা বলছে, নতুন যোদ্ধারা হামাসের সেইসব কমান্ডারের সঙ্গে কাজ করছে যারা ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তারা আরো বলেছেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাস নিজেকে পুনর্গঠিত করার চেষ্টা করছে।
ইসরাইলি সেনাদের এমন বক্তব্যের এক মাস আগে হামাসের সামরিক বাহিনী জ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার বলেছিলেন, গাজ্জা উপত্যকা জুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা সত্ত্বেও তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন।
গাজ্জার যুদ্ধক্ষেত্রের ওপর আল-কাসসাম ব্রিগেড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ইসরাইলের সামরিক বাহিনী ও গণমাধ্যম যে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করে ইসরাইলি কমান্ডার বলেন, গাজ্জা জুড়ে কমান্ডাররা নিজেদের মধ্যে এবং সার্বিকভাবে হামাস নেতাদের মধ্যে চমৎকার যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে।
সূত্র: পার্সটুডে









