রবিবার | ১৯ অক্টোবর | ২০২৫

একুশে বইমেলায় আসছে মাসউদুর রহমানের ইসলামী কাব্যগ্রন্থ ‘শারাবান তাহুরা’

২০২৫ এর একুশে বইমেলায় আসছে মাওলানা মাসউদুর রহমানের ইসলামী কাব্যগ্রন্থ শারাবান তাহুরা।

পুস্তক পকাশনা নতুন বিন্যাস থেকে প্রকাশিত হবে মাসউদুর রহমানের এই বইটি।

মাসউদুর রহমানের ভাষায়, বইটির কবিতাগুলো মানুষকে আল্লাহ প্রেমের কথা স্বরণ করাবে। অন্তরে মৃত্যু ও আখেরাতের ভাবনা তৈরী করবে।

উল্লেখ্য, একুশে বইমেলায় রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে পাওয়া যাবে বইটি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img