শুক্রবার, মে ৯, ২০২৫

শিল্পকলার বিতর্কিত ডিজি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন

spot_imgspot_img

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তার নিয়োগ থেকেই বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মাত্র সাড়ে পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

শিল্পকলা একাডেমির ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জামিল আহমেদ। এই অনুষ্ঠানের মঞ্চেই তিনি শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে তার পদত্যাগপত্র তুলে দেন। তবে সচিব জানান, তিনি শুধুমাত্র পদত্যাগপত্র গ্রহণ করেছেন, কিন্তু এটি এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ জামিল আহমেদ দাবি করেন, প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ, বরাদ্দের ক্ষেত্রে গড়িমসি এবং দুর্নীতির কারণে তিনি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারছিলেন না। উপদেষ্টাদের অসহযোগিতা এবং সিন্ডিকেটের আধিপত্যের ফলে শিল্পকলা একাডেমির কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img