রবিবার, মে ১৮, ২০২৫

পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তি: গ্রেফতার হলেন হিন্দু নারী

spot_imgspot_img

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এক নারী ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। তিনি ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারেরও বেশি। হরিয়ানা রাজ্য থেকে তাঁকে এবং তাঁর আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জ্যোতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে সংবেদনশীল তথ্য পাচার করতেন এবং এ জন্য মোটা অঙ্কের অর্থ গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, তিনি পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান এবং ২০২৩ সালে অন্তত দু’বার পাকিস্তান ভ্রমণ করেন।

জানা গেছে, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির পরিচয় হয়। তার মাধ্যমেই তিনি পাকিস্তানে গিয়ে সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এমনকি এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, জ্যোতি মালহোত্রা ইতোমধ্যে পাকিস্তানকে তথ্য সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ভারতীয় ফৌজদারি আইনের ১৫২ ধারায় মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকায় ভারত সরকার দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান উর রহিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img