বুধবার, মে ২১, ২০২৫

সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

spot_imgspot_img

অন্তবর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে সফলতার অন্যতম অংশীদার হবেন সরকারি কর্মকর্তারা। আপনাদের ওপর সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে।

মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউজে বিভাগের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বরত ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সরকার সব সমস্যার সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের মাধ্যমেই সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে যায়। তাই কেউ যেন সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার সীমিত সামর্থ্যের মধ্যেও চেষ্টা করছে সব সমস্যার সমাধান করতে। বিগত সরকারের সময়ে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সবার আন্তরিকতায় খুব দ্রুতই এসব ধকল কাটিয়ে উঠতে পারব বলে আমি আশাবাদী।

বরিশাল বিভাগীয় প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img