বুধবার, মে ২১, ২০২৫

পাকিস্তানে স্কুল বাসে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলা; শিশু সহ নিহত ৫

spot_imgspot_img

পাকিস্তানে স্কুল বাসকে হামলার নিশানা বানিয়েছে ভারতের মদদপুষ্ট বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা।

বুধবার (২১ মে) বেলুচিস্তানের খুজদারে এই নৃশংস ঘটনা ঘটে।

পাক আন্ত:বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, ভারতের মদদপুষ্ট বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা খুজদারে আজ ভোরে সামরিক সেনানিবাসের স্কুলগামী একটি বাস লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালায়। এতে ৩ শিশু সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। হামলায় আহতের সংখ্যা অনেক।

খুজদারের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাস্তি হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীরা বাসে হামলার জন্য নিজেদের গাড়িতে বিস্ফোরক বহন করছিলো। সেই গাড়ি দিয়ে স্কুল বাসে ধাক্কা দেওয়ার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড জানায়, এই হামলায় ৩০ কেজির অধিক বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

প্রতিক্রিয়া স্বরূপ, পাক নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং ঘটনার ব্যাপক তদন্ত শুরু করে। বিস্ফোরণের পর খুজদার এবং এর আশেপাশের এলাকার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়। পুনরায় হামলা রোধে চেকপয়েন্ট স্থাপন এবং টহল জোরদার করা হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক জরুরি সংবাদ সম্মেলনে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একে কাপুরুষোচিত এবং বর্বরোচিত কাজ বলে অভিহিত করেছেন। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। প্রাদেশিক মন্ত্রী এবং আইন প্রণেতারা এসময় তার সাথে উপস্থিত ছিলেন।

বুগতি এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, “আমরা এমন বর্বরতা কল্পনাও করতে পারিনি, যেখানে নিরীহ স্কুল ছাত্র-ছাত্রীদের লক্ষ্যবস্তু করা হবে। এটিই আমাদের শত্রুদের আসল চেহারা।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নৃশংসতার সাথে ভারত-সমর্থিত বেলুচ বিচ্ছিন্নতাবাদী প্রক্সি গোষ্ঠীরা জড়িত।

এছাড়াও তিনি দাবী করেন, বেলুচিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যে আন্তঃসীমান্ত হামলার জন্য আফগান ভূখণ্ডকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অপরদিকে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, “যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর ভারত এই ধরনের জঘন্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার-পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রক্সিগুলোকে সক্রিয় করেছে।”

“এই কাপুরুষোচিত হামলার পরিকল্পনাকারী, মদদদাতা এবং বাস্তবায়নকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে এবং ভারতের জঘন্য মুখোশ সমগ্র বিশ্বের সামনে উন্মোচিত করা হবে।”

তবে ভারতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। এসবের কোনো ভিত্তি নেই বলে দাবী করা হয়।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সর্বশেষ

spot_img
spot_img
spot_img