বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

পাকিস্তান পারমাণবিক হামলার পরিকল্পনা করছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি: ভারতের পররাষ্ট্র সচিব

spot_imgspot_img

সাম্প্রতিক পাক-ভারত সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইসলামাবাদ পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যার দরুন উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘গোদি মিডিয়া’ বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার সুযোগ পেয়ে যায়। প্রচার করা হয়, ভারতের কাছে সামরিক কৌশলে ধরাশায়ী হয়ে পারমাণবিক হামলার দিকে ঝুঁকছে পাকিস্তান। তবে গোদি মিডিয়ার এমন অপপ্রচার রুখে দিয়েছে স্বয়ং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।

ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের ব্রিফিংয়ের সময় তিনি জানান, পাকিস্তান পারমাণবিক হামলার পরিকল্পনা করছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, উত্তেজনাটি কেবলমাত্র প্রচলিত সামরিক হামলার পর্যায়েই সীমাবদ্ধ ছিল। সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে দ্বিপাক্ষিক স্তরে নেওয়া হয়েছে।

মিস্রি আরো দাবি করেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার করা শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক সংঘাত ঠেকানোর দাবি প্রত্যাখ্যান করেন।

সূত্র: জিও টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img