মঙ্গলবার | ২১ অক্টোবর | ২০২৫

জাতীয় লেখক পরিষদের লিখন পঠন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় লেখক পরিষদের লিখন পঠন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে আফতাবনগরের জি ব্লকে মাদরাসাতুন নুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সৈয়দ শামছুল হুদার সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনা অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সৈয়দ শামছুল হুদা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “সামাজিক এবং রাষ্ট্রীয় অপসংস্কৃতির মোকাবেলায় তরুণ লেখকদেরকে লেখালেখির অঙ্গনে এগিয়ে আসতে হবে, সুদৃঢ় হাতে কলম আঁকড়ে ধরতে হবে। মিডিয়ায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এটা না করা গেলে এই উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে।”

কর্মশালায় লেখালেখির ওপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক প্রথম আলোর নিয়মিত কলাম লেখক মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, পাক্ষিক সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, লেখক ও গল্পকার মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, আইটি বিশেষজ্ঞ ও ডিজাইনার মুফতী উমর ফারুক মাসরুর, তামাদ্দুনের কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ, আইডিয়াল টাইমসের প্রতিনিধি রিজভী তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় লেখক পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img