সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কটূক্তি করা হয়। চলমান বিতর্কের মধ্যে তিনি বলেছেন, ‘‘আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলব। আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান।’’
রোববার (১৪ সেপ্টেম্বর) দারাং এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
মোদি বলেন, ‘‘যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনো রিমোট কন্ট্রোল নেই।’’
ভারতের প্রধানমন্ত্রীর ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় তিনি এই ‘রিমোট কন্ট্রোল’ শব্দটি ব্যবহার করেছিলেন।
সূত্র : এনডিটিভি