বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের বিবৃতি

সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারত জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ে বিষয়টি আমরা জেনেছি। এ ধরনের একটি উদ্যোগের বিষয়ে আমাদের জানা ছিল, যা দুই দেশের দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক সমঝোতাকে এখন আনুষ্ঠানিক রূপ দিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখব। জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ভারত সরকারের অঙ্গীকার।’

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img