মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

হাসিনার রায় ঘিরে সারাদেশে সহিংসতা; দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং পেছনে কারা জড়িত থাকতে পারে এসব বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজি আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন আগামী ১৭ নভেম্বর ধার্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর এটি হবে প্রথম রায়। এ রায় ঘিরে সারাদেশে বেশ কিছুদিন যাবত সহিংস তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ