বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তির কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর হলের মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের আহ্বায়ক তাওহিদুল ইসলাম তাইমুনের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলটি সম্পন্ন হয়। এ সময় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া দোয়া মাহফিলে অংশ নেন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, আসিফ আহমেদ দৃশ্য, মাহফুজ আলী, নাজমুল হাসান, মোজাম্মেল হক, সবুজ, আহরাফ খান প্রমূখ।









