গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতা আপেল মাহমুদ ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়ার গ্রামের বাসিন্দা। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হাসান গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা আপেল মাহমুদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মী হাসান। এ সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
মোহাম্মদ আব্দুল মতিন নামে একজন বলেন, ছাত্রলীগ কর্মী হাসান চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতা আপেলকে আঘাত করে। হাসান একজন ফ্যাসিস্টের দোসর হয়ে এখনও বিভিন্ন সময় ক্ষমতার দাপট দেখায়। হাসানকে আমরা চিনি সে একজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পলাশবাড়ী থানার ওসি মো. সারোয়ার আলম খান বলেন, ঘটনা শোনার পর আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে জামায়াত নেতা আপেল মাহমুদকে উদ্ধার করি। তবে হামলাকারী ছাত্রলীগ কর্মী কিনা নিশ্চিত না। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









