পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, গত মে মাসের যুদ্ধে মোদি সরকারকে অবিস্মরণীয় ও স্থায়ী শিক্ষা দিয়েছে তার দেশ।
বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, ভারত কখনো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এই পরাজয় ভুলতে পারবে না।
তিনি বলেন, ‘যুদ্ধের সময় মোদি সরকারকে পাকিস্তান এমন একটি শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। মারকায়ে হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী জাতির প্রার্থনা ও অটল সমর্থনে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ভারত কখনো এই পরাজয় ভুলবে না।










