শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

জামায়াতে যোগ দিলেন মুফতী আলী হাসান উসামা

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতী আলী হাসান উসামা। শনিবার, ১৭ জানুয়ারি রাজধানীতে জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন।

শনিবার, ১৭ জানুয়ারি, রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং এহসানুল মাহবুব জোবায়ের উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক. যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান মুফতী নুরুজ্জামান নোমানী। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা ভাই।”

মুফতী আলী হাসান উসামা ২০২৪ সালের ৯ অক্টোবর রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন।

২০২৫ ২৫ জানুয়ারি খেলাফত মজলিসের শুরা অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়। ওই নির্বাহী পরিষদে তাকে কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত সপ্তাহে তিনি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

মুফতী আলী হাসান উসামা এক সময় আজমতে সাহাবা বাংলাদেশ নামে একটি সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ