শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজনৈতিক স্বার্থে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিচ্ছে ইউউ

রাজনৈতিক স্বার্থে ইরানের আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস) কে সন্ত্রাসী সংগঠনের তকমা দিবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস) কে সন্ত্রাসী সংগঠনের তকমা দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ব্রাসেলসে সদস্য দেশগুলোর পররাষ্ট্র পর্যায়ের এক বৈঠকে এবিষয়ে একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছে আন্তর্জাতিক সংস্থাটি।

সংস্থাটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেন, “ইইউ সদস্য দেশগুলো ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছে।”

এবিষয়ে এক এক্স বার্তায় বলেন, “দমন-পীড়ন উত্তরহীন থাকতে পারে না। ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে।”

এছাড়া পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “ইইউ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে।

“যাদের কাজ করার মাধ্যম সন্ত্রাসবাদ, তাদের অবশ্যই সন্ত্রাসী হিসেবে গণ্য করা উচিত” বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া ইরানকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক সহ আটক সকলকে মুক্তি দেওয়ারও দাবী জানান তিনি।

ক্যালাস বলেন, ইরানকে অবশ্যই অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দিতে হবে, যার মধ্যে ইইউ নাগরিকও রয়েছে।

এসময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এই সিদ্ধান্তের অর্থ কি এই যে, আমেরিকা ইরানে হামলা চালালে ইউরোপীয় ইউনিয়ন এতে সমর্থন দিবে?

জবাবে তিনি বলেন, “আমি মনে করি এই অঞ্চলে নতুন করে যুদ্ধের প্রয়োজন নেই। তবে আমাদের অবশ্যই ইরানী কর্তৃপক্ষের উপর চাপ আরো বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।”

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দেন। যেখানে তিনি বলেন, “সেই শাসনব্যবস্থা সন্ত্রাসী, যারা নিজ জনগণের বিক্ষোভকে রক্তাক্ত করে ছত্রভঙ্গ করে।”

এছাড়াও বলেন, “ইউরোপ ইরানের জনগণের স্বাধীনতার সাহসী লড়াইয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

অপরদিকে ইইউর এই সিদ্ধান্তকে ইরান আগুন জ্বালানোর সাথে তুলনা করে বিবৃতি দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় একে ইইউ কর্তৃক ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ বলে সমালোচনা করেন।এবং ইরানের জাতীয় সামরিক বাহিনীর ব্যাপারে সংস্থাটির বড় ধরণের কৌশলগত ভুল বলেও উল্লেখ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ