শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এই রিট করেন।

সম্প্রতি বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার বেঞ্চে আজ এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন- শিরোনামে পহেলা ফেব্রুয়ারি আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই মধ্যে এ প্রতিবেদন ভিত্তিহীন উল্লেখ করে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর থেকে আলাদা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img