বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্কের কয়লা আবিষ্কারকের নামে নির্মিত মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

তুরস্কের কয়লা আবিষ্কারক উজুন মুহাম্মাদ নামে দেশটির উত্তর-পূর্বাঞ্চল জংগুলদাক শহরে কৃষ্ণ সাগর তীরে নির্মিত মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজ শুক্রবার (৪ জুন) জুমার নামাজের মাধ্যমে তা উদ্বোধন করা হয়।

উজেন মেহমেদ মসজিদ প্রায় দুই হাজার ৫৩৫ স্কয়ার মিটার প্রশস্ত। মসজিদের চার পাশে ৭২ মিটার দীর্ঘ চারটি মিনার নির্মাণ করা হয়। মসজিদের পাশে প্রশস্ত বাগান, শিশুদের পার্ক, খেলার মাঠও আছে। এতে একসঙ্গে ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

১৮২০-১৮২৯ সালে উসমানী খেলাফতের নাবিক থাকাকালে উজুন মুহাম্মদ তুরস্কের জংগুলদাক প্রদেশে কয়লা আবিষ্কার করেন।

আবিষ্কারের পর সুলতান দ্বিতীয় মুহাম্মাদের কাছে পাঠান। উজুন মুহাম্মাদের সাফল্যে সুলতান দ্বিতীয় মুহাম্মাদ তাঁকে ৫০টি স্বর্ণ টুকরো প্রদান করেন। ১৮২৯ সালের ৮ নভেম্বর কয়লা আবিষ্কার করে উজুন মুহাম্মাদ ইতিহাসের পাতায় স্থান করে নেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img