শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

ভারতে নারী পাচার চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার

ভারতে নারী পাচার চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম (৩৬)।

সোমবার (৭ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক জানান, ভারতে পাচার হয়ে পালিয়ে দেশে ফেরার পর এক তরুণীর করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নারী পাচারের ঘটনায় ভারতীয় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে যাদের বেশিরভাগ বাংলাদেশি। আর বাংলাদেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে দুটি মামলায় পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img