শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

মিসরে মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সিসির আদালত

মিসরে মুসলিম ব্রাদারহুডের (ইখওয়ানুল মুসলিমীন) বারোজন সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সিসি সরকারের আদালত।

এবং কি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন না ব্রাদারহুডের নেতারা।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মুসলিম ব্রাদারহুডের শীর্ষ স্কলার মুহাম্মাদ আল বেলতাগি এবং সাবেক মন্ত্রী ওসামা ইয়াসিন।

সোমবার (১৪ জুন) এই রায় দিয়েছে সিসি সরকারের নিয়ন্ত্রাধীন দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালত।

দণ্ডপ্রাপ্ত মুসলিম ব্রাদারহুড বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা পুলিশের উপর হামলা, অস্ত্র-গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম রেখেছেন এবং অপরাধী চক্রকে অস্ত্র সরবরাহ করেছেন!

এছাড়াও তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা, কর্তৃপক্ষকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি দখল এবং ধ্বংসের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় সিসির আদালত।

প্রসঙ্গত, ২০১১ সালে গণঅভ্যুত্থানে মিসরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দেশটির ইতিহাসে প্রথম গনতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা শহীদ মুহাম্মাদ মুরসি। পরে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে দেশটির ক্ষমতা দখল করে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

২০১৩ সালের জুলাইয়ে অবৈধভাবে মুরসিকে সরানোর পর তাকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল আদায়িয়া স্কয়ারে ব্যাপক বিক্ষোভ শুরু করে লাখো জনগণ। এতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সিসির সেনারা। এতে শহীদ হোন অন্তত আট শতাধিক মানুষ।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img