ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান, তাঁর ২ সফর সঙ্গী ও গাড়ীর চালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আবু ত্ব-হা আদনানসহ নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, এটা কেমন অরাজকতা? ছয়দিন ধরে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান আর তার তিন সঙ্গী নিখোজ কেন? পুলিশ কেন এ বিষয়ে মামলা নেয়নি? কেন নেবে না?
বুধবার (১৬ জুন) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকে একটি স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, আমাদের ফৌজদারী আইনের ১৫৪ ধারা অনুসারে, যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা রুজু করা বা এফআইআর নেওয়া পুলিশের অবশ্যপালনীয় দায়িত্ব। বহু মামলার রায়ে এটাও বলা আছে যে, কোনো সূত্রে সংবাদের ভিত্তিতে পুলিশকে অবশ্যই এ কাজটি করতে হবে।
ড. আসিফ নজরুল আরও বলেন, পুলিশ জনগণের করের টাকায় চলা জনগণের সেবায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। শুধু নিজের পছন্দ মতো বিষয়ে তৎপর হওয়া পুলিশের কাজ নয়। আদনানকে উদ্ধার বা তার বিষয়ে হদিস জানানোর দায়িত্বও পুলিশের রয়েছে। অবিলম্বে আমরা তা দেখতে চাই।