শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

আমেরিকাকে নিজেদের সেনা ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান

এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আমেরিকাকে নিজেদের কোনও সেনা ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান।

তিনি জানান, আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নিতে তার দেশের কোনও সেনা ঘাঁটি বা যে কোনও অঞ্চল ব্যবহারে আমেরিকাকে অবশ্যই কোনও অনুমতি দেওয়া হবে না।

রোববার (২০ জুন) এইচবিও’র জোনাথন সোয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান এসব কথা জানান।

তিনি বলেন, একেবারেই নয়। আমরা আমাদের কোনো ঘাঁটি বা পাকিস্তানের কোনও এলাকা ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণে আমরা আমেরিকাকে একেবারেই কোনও অনুমতি দেব না, একেবারেই না।

এইচবিও’র ওয়েবসাইটে জানানো হয়েছে, রোববার ইমরান খানের ওই সাক্ষাতকার প্রচার করা হবে। আল-কায়েদা, আইএস এবং তালেবানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের থাকার অনুমতি দেয়া হবে কীনা জানতে চাইলে প্রধানমন্ত্রী ইমরান খান তার স্পষ্ট বক্তব্য তুলে ধরেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img