শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আবারো শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান হলেন বসুন্ধরা এমডি সায়েম সোবহান

আবারো শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

গত মঙ্গলবার এক বৈঠকে সর্বসম্মতিতে পুনরায় তাকে নির্বাচিত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।।

এ ছাড়া ইসমত জামিল আকন্দ ডিরেক্টর ইনচার্জ, মো. ফখরুদ্দিন ডিরেক্টর ফাইন্যান্স এবং সালেহ জামান সেলিম ডিরেক্টর স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন। ১৫ সদস্যের ফুটবল স্ট্যান্ডিং কমিটি ও ১১ সদস্যের টেবিল টেনিস স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে।

এর আগেও শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়েম সোবহান আনভীর। এবার নতুন করে দায়িত্ব নিয়ে সামনের ফুটবল মৌসুমে শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফুটবলের পাশাপাশি অন্য ক্রীড়া ইভেন্টেও শেখ রাসেলের শক্তিশালী দল গঠন করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img