শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রীকে সিসির অভিনন্দন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে অভিনন্দন জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

সোমবার (২৮ জুন) বেনেতকে ফোন করে অভিনন্দন জানান তিনি।ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সিসি। যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে একটি বৈঠক আয়োজনের ব্যাপারেও একমত হন তারা।

ফোনালাপে গাজায় ১১ দিনের ইসরাইলি আগ্রাসনের পর যে যুদ্ধবিরতি হয়েছে সেটি নিয়েও কথা বলেন নাফতালি বেনেত ও সিসি। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখার জন্য জেনারেল সিসিকে ধন্যবাদ জানান ইসরাইলি প্রধানমন্ত্রী।

পরে টুইটারে দেওয়া এক পোস্টে নাফতালি বেনেত বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখবো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img