শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

৩০ হাজার টাকায় বিক্রি হলো পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল

ছিনতাই হওয়ার ৩৭ দিন পেরিয়ে গেলেও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে মোবাইল ফোনটি চার হাত ঘুরে ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, রাজধানীর বিজয় সরণি থেকে যে ব্যক্তি পরিকল্পনামন্ত্রীর হাত থেকে ফোনটি ছিনতাই করেছিল তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিল একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের এই ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মন্ত্রীর ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা থেকে মন্ত্রীর ফোনটি ছিনতাই হয়। এরপর এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img