শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম ইন্তেকাল করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইলের মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ (৭১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শহীদ। পরে তাকে টাঙ্গাইল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। বুধবার বাদ জোহর টাঙ্গাইল কবরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এনামুল করিম শহীদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে যান তিনি।

১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদলের প্রথম কমিটি গঠন করা হয়। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এনামুল করিম শহীদ। একই বছর আগস্টে আহ্বায়ক কমিটি ভেঙে এনামুল করিম শহীদকে সভাপতি এবং গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ১৯৮০ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করেন তারা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img