মঙ্গলবার, মে ২০, ২০২৫

যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে এলো রাশিয়ান সেনাদল

spot_imgspot_img

দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে রাশিয়ান ফেডারশন স্পেশাল ফোর্সের একটি কনটিনজেন্ট পাকিস্তান পৌছেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রুশ সেনাদল ইসলামাবাদে পৌছেছে বলে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

বলা হয়, দ্রুজবা-৫ নামের এই মহড়ার লক্ষ্য হচ্ছে সন্ত্রাস-দমনের ক্ষেত্রে দুই সেনাবাহিনীর অভিজ্ঞতা বিনিময়।

এতে আরো বলা হয় যে, মহড়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্কাই ডাইভিং ও জিম্মি উদ্ধার অপারেশনের উপর।

২০১৬ সাল থেকে প্রতি বছর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এবার অনুষ্ঠিত হচ্ছে দ্রুজবা সিরিজের পঞ্চম মহড়া। এই মহড়ায় সন্ত্রাস দমন ও স্পেশাল অপারেশনের উপর গুরুত্ব দেয়া হয়।

গত সেপ্টেম্বরে পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি দল রাশিয়ার আস্ত্রাখানে ‘কাভকাজ ২০২০’ শীর্ষক বহুজাতিক সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়।

সূত্র: সিনহুয়া

সর্বশেষ

spot_img
spot_img
spot_img