বুধবার (২৮ জুন) ঈদুল আযহার দিন পুলিশী নিরাপত্তায় সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠক ডেকেছে। সামনের সপ্তাহে সদর দফতর জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ওআইসির বিবৃতিতে বলা হয়েছে, নিঃসন্দেহে পবিত্র কুরআন পোড়ানো একটি জঘন্য কাজ। আসন্ন বৈঠকে এ ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করা হবে।
এর পূর্বে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওআইসি বলেছিল, “সুইডেনে এই ধরনের আইন সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিপরীতে অবস্থান করে।”
গত বুধবার, সুইডেনে বসবাসকারী সালওয়ান মোমিকা নামের এক ইরাকি নাগরিক প্রথমে ইসলামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও আপত্তিকর কথা বলতে বলতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন মাটিতে ছুড়ে মারেন। এরপর তাতে আগুন ধরিয়ে দেন। যার প্রতিক্রিয়ায় প্রতিবাদে ফেটে পড়েছে পুরো মুসলিম বিশ্ব।
এছাড়াও এ ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি