শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

মিশরের পুলিশ চৌকিতে হামলার দায় স্বীকার করল দায়েস

মিসরের সুয়েজ খাল তীরবর্তী ইসমাইলিয়া শহরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনার
দায় স্বীকার করেছে দায়েস।

গত শনিবার (৩১ ডিসেম্বর) ‘আমাক নিউজ এজেন্সি’ দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে সুয়েজ খালের পশ্চিমে এ হামলাটি ঘটেছিল। নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়। এ হামলায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন আরও ১২ জন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img