বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ভোট চুরি করতে এলে হাত নিয়ে যেন ফিরতে না পারে, হুঁশিয়ারি এটিএম আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভোটকেন্দ্র পাহারার মাধ্যমে ভোট চুরি-ডাকাতি রুখে দিতে হবে।

তিনি বলেন, যারা ভোট ছিনতাই করতে আসবে তারা যেমন দুহাত নিয়ে আসবে, আমরাও দুহাত নিয়ে আছি, তারা যেন ভোট চুরি করে দুই হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াতে ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

এর আগে সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “আপনারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে পাহারা দেবেন। ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দুহাত নিয়ে আসবে, আপনারো দুই হাত আছে। তারা যেন ভোট চুরি করে দুই হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে।”

তিনি আরও বলেন, “আমরা জীবন বাজি রেখে এ পর্যন্ত এসেছি। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।”

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া জামায়াতে ইসলাম এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img