হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৪ মে) রাত ১০টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী,হাটহাজারী মাদরাসার মুহতামিম পরিষদের সদস্য মাওলানা ইয়াহিয়া, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দীস মুফতী জসীমউদ্দীন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ও হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মইনুদ্দীন।
জানা যায় হেফাজতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো-
১. হেফাজতের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতারকৃত আলেম-উলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা।
২. দেশব্যাপী গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিনপার করছে আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষগণ। আপনার কাছে আবেদন- গ্রেফতার-আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়া। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেপ্তার চলছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পবিত্র রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করা।
৩. ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে সকল মামলা হয়েছিল,পূর্ব আলোচনা অনুযায়ী সে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা।
৪. বর্তমান পরিস্থিতিতে কুরআন হাদীসের শিক্ষাকেন্দ্র কওমী মাদরাসাগুলো সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। সহজে আল্লাহর রহমত পাওয়ার জন্য পূর্বের ন্যায় এগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা।
বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।