মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ভারত সীমান্তে পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটিয়েছে চীন

spot_imgspot_img

সীমান্তে চীন-ভারত উত্তেজনা বেড়েই চলেছে। এবার লাদাখ সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মি ভারী অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ট্রেনিং শুরু করেছে।

এমনকি তাদের কাছে রাসায়নিক এবং পারমাণবিক অস্ত্রও দেখা গেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনের সেনাবাহিনী বেশ কিছু উন্নত প্রযুক্তির অস্ত্র এবং যুদ্ধবিমান নিয়ে তিব্বতি মালভূমি অঞ্চলে মহড়া দিচ্ছে।

হংকং-ভিত্তিক মিলিটারি বিশেষজ্ঞ লিয়াং গুউলিয়াং পত্রিকাটিকে বলেছেন, চীন কমপক্ষে ৯টি সম্মিলিত ব্রিগেড মোতায়েন করেছে। তাদের কাছে পাহাড়ি অঞ্চলে অভিযান চালানোর বিশেষ অস্ত্রের পাশাপাশি পারমাণবিক-রাসায়নিক অস্ত্রও দেখা গেছে।।

এদিকে চীনের দেখাদেখি ভারতও লাদাখ শহরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

দুই পক্ষের কত সেনা এখন পর্যন্ত সীমান্তে আছে তা কোনো দেশ নিশ্চিত করেনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img