লেখকদের সংগঠন জাতীয় লেখক পরিষদ আয়োজন করেছে লিখন-পাঠন কর্মশালা। আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আফতাবনগরে অবস্থিত মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ-এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজক জানিয়েছেন, কর্মশালায় লেখালেখির কৌশল, পাঠের অভ্যাস এবং সৃজনশীল বিকাশ নিয়ে আলোচনা হবে। নতুন প্রজন্মের লেখকদের সাহিত্যচর্চা আরও গতিশীল করা, এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দৈনিক প্রথম আলোর কলাম লেখক শাইখ মুহাম্মদ উছমান গনী, ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, পাক্ষিক সবার খবরের সম্পাদক আবদুল গাফফার, লেখক ও গল্পকার মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশের পরিচালক আ স ম আল আমিন এবং ডিজাইনার, লেখক ও শিক্ষক উমর ফারুক মাসরুর।
কর্মশালার সভাপতিত্ব করবেন জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামছুল হুদা। সঞ্চালনায় থাকবেন সংগঠনের সেক্রেটারি মাসউদ্দিন ওয়াদুদ।